2 - NA

বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০২

পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।

এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”

প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।

১১। বেলারুশ

Wisent (বাংলা নাম জানা নেই)

সাদা সারস (White Stork)

==========================================

১২। বেলজিয়াম

সিংহ (Lion)

==========================================

১৩। বারমুডা

Humpback Whale (বাংলা নাম জানা নেই)

==========================================

১৪। বেলিজ
তাপির (Baird’s Tapir)

==========================================

১৫। ভুটান

Druk (কালপনিক)

Takin (বাংলা নাম জানা নেই)

==========================================

১৬। বলিভিয়া

Alpaca (বাংলা নাম জানা নেই)

Andean Condor (বাংলা নাম জানা নেই)

==========================================

১৭। বতসোয়ানা

জেবরা (Zebra)

==========================================

১৮। ব্রাজিল

Macaw (বাংলা নাম জানা নেই)

জাগুয়ার (Jaguar)

Rufous-bellied Thrush (বাংলা নাম জানা নেই)

==========================================

১৯। বুলগেরিয়া

সিংহ (Lion)

==========================================
২০। Cambodia

Kouprey (বাংলা নাম জানা নেই)

তথ্য ও ছবি : সংগ্রহীত

10 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ – ০২

  1. রাজা তো রাজা ই। এর চাল-চলন আর হুঙ্কার রক্ত হিম করে দেয়।
    ব্রাভো বেলজিয়াম। ব্রাভো বুলগেরিয়া। দুই দেশে একই জাতীয় প্রাণী। :)

    1. জাতিয় প্রাণীর তালিকায় সিংহ, সারস, শকুন ইত্যাদির অবস্থান বসচেয়ে বেশী।

      1. ইগলও আছে এই তালিকায় উপরের দিকে।

  2. ভারতীয় জাতীয় পাখি, পশু, ফুল, ফল, খেলা এবং বৃক্ষ নিয়ে লিখবেন আশা করি। বিশেষ করে ময়ূর, পদ্ম, আম, হকি আর বট গাছ তো চাই ই চাই। :)

    1. পদ্ম নিয়ে একটা লেখা প্রায় তৈরি করে রেখেছি। ছবিও তোলা আছে, রেডিও করা আছে। তথ্যও কিছুটা আজিয়ে রেখেছি। কিন্তু কি কারণে যেনো লেখাটার ফাইনাল টাচ দেয়া হচ্ছে না।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif

  3. * দেখছি আর অভিভূত হচ্ছি…

  4. দারুণ সব ছবি! বেশ ভালো লাগলো আরও কিছু জানাও হলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।