পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
৩১। ডোমিনিকান প্রজাতন্ত্র
Palmchat (বাংলা নাম জানা নেই)
ধূসর মুখো পেঁচা (Ashy-faced Owl)
Hispaniolan Amazon (বাংলা নাম জানা নেই)
৩২। পূর্ব টিমোর
কুমির (Crocodile)
৩৩। ইকুয়েডর
Andean Condor (বড় আকারের শকুন)
৩৪। Eritrea
উট (Camels)
৩৫। El Salvador
Turquoise-browed Motmot (বাংলা নাম জানা নেই)
৩৬। ইস্তোনিয়া
Barn Swallow (বাংলা নাম জানা নেই)
৩৭। ইথিওপিয়া
সিংহ (Abyssinian Lion) বা (Judah এর সিংহ)
৩৮। ফিনল্যান্ড
বাদামি ভালুক (Brown Bear)
রাজহাঁস (Whooper Swan)
ইউরোপীয়ান মিঠাপানির মাছ (European perch)
৩৯। ফ্রান্স
Gallic Rooster (বাংলা নাম জানা নেই) (কোনো ধরনের মোরগ)
৪০। জামবিয়া
হায়না (Hyena)
তথ্য ও ছবি : সংগ্রহীত
তথ্যপূর্ণ লেখা। ভাল লাগল।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
* জেনে নিলাম সুপ্রিয়…
আগামীতে সাথেই রবেন।
আপনার মাধ্যমে ফ্রান্সবাসীকে জানাই শুভকামনা।
জামবিয়ানদের কথা একবার ভাবেন।
পোস্ট সুন্দর হয়েছে ছবি দা। কিছু দিন আপনাকে দেখিনি। বেড়াতে গিয়েছিলেন ?
বেড়াতে যাইনি।
ঈদের আগ থেকেই আমার নেট লাইন নষ্ট ছিলো। তাই আনলাইনে ছিলামনা বেশ কিছু দিন।
আপনার পোস্ট অনেক গোছানো।
ধন্যবাদ মতামতের জন্য।
ছোটাছুটির মধ্যে এমন পোস্ট পড়ার সুযোগও হয় না দেখাও পাই না। ভালো পেলাম ভাই।
আমার হাতে প্রায় অফুরন্ত সময়।