সুরম্য
মর্মস্পর্শী স্বচ্ছ জলে ভাসায়
যখন সুরম্য-
অর্ভী গভীরে বুঝেছি মহানাদ !
তোমার সুরম্য।
আমি তখন কালসার চীর
তুমি কয়ালি সুরম্য-
বেশ তাই হলো এই মাধূকার
আর নয় নৈবদ্য;
মহানিশা জুড়ে একি ঝঞ্জনা
এখানেই অদম্য !
ভেসে উঠে অনুক্ত কোকনদ-
অপ্রতর্ক্য সুরম্য।
০৯-০৮-১৮
————-
অসাধারণ। এই লেখাটিও আপনার সুন্দর কবিবাবু।
'মর্মস্পর্শী স্বচ্ছ জলে ভাসায় যখন সুরম্য-
অর্ভী গভীরে বুঝেছি মহানাদ ! তোমার সুরম্য।'
অর্ভী অর্থ না জানা থাকলেও আমার কাছে বেশ লেগেছে আপনার লিখাটি।
সুন্দর।
চমৎকার লিখা কবি।
অনলাইনে না থাকতে পারলেও অফলাইনে আপনার অনেক লেখা পড়েছি। শুভেচ্ছা জানবেন।
* সুপ্রিয় কবি দা, বেশ চমৎকার
মহানিশা জুড়ে একি ঝঞ্জনা
এখানেই অদম্য !
ভেসে উঠে অনুক্ত কোকনদ-
অপ্রতর্ক্য সুরম্য।