সুরম্য

সুরম্য

মর্মস্পর্শী স্বচ্ছ জলে ভাসায়
যখন সুরম্য-
অর্ভী গভীরে বুঝেছি মহানাদ !
তোমার সুরম্য।

আমি তখন কালসার চীর
তুমি কয়ালি সুরম্য-
বেশ তাই হলো এই মাধূকার
আর নয় নৈবদ্য;

মহানিশা জুড়ে একি ঝঞ্জনা
এখানেই অদম্য !
ভেসে উঠে অনুক্ত কোকনদ-
অপ্রতর্ক্য সুরম্য।

০৯-০৮-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “সুরম্য

  1. অসাধারণ। এই লেখাটিও আপনার সুন্দর কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  2. 'মর্মস্পর্শী স্বচ্ছ জলে ভাসায় যখন সুরম্য-
    অর্ভী গভীরে বুঝেছি মহানাদ ! তোমার সুরম্য।'

    অর্ভী অর্থ না জানা থাকলেও আমার কাছে বেশ লেগেছে আপনার লিখাটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. অনলাইনে না থাকতে পারলেও অফলাইনে আপনার অনেক লেখা পড়েছি। শুভেচ্ছা জানবেন।

  4. * সুপ্রিয় কবি দা, বেশ চমৎকার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. মহানিশা জুড়ে একি ঝঞ্জনা
    এখানেই অদম্য !
    ভেসে উঠে অনুক্ত কোকনদ-
    অপ্রতর্ক্য সুরম্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।