দোলায়িত প্রতিবিম্ব
নদীটির দিকে চোখ রাখলে
গভীর গাঢ় কালো তরল
সাপের মত ফণা তুলে
এগিয়ে চলে অবিরল
শহর জুড়ে সাজানো জেল
বন্দী মানব শিশু
একটি অসম ঘোর তৈরী হয়ে আছে
আমার চারধারে;
চারপাশে ঘন ঘোর শব্দযন্ত্রণা
মস্তিস্কে স্নায়ুর চাপ বাড়ে ক্রমশ,
ব্যস্ততাহীন ব্যস্ততা গড়িয়ে চলে
ধুলোর স্রোত।
যান্ত্রিক শতাব্দী গুলো ক্রমশ কমিয়ে
দিচ্ছে জীবনের গড় আয়ু
ধমণীরা শেষ হয়
নিঃশব্দে খসে পড়া নক্ষত্রের মত
উজার হয়ে যাওয়া বৃক্ষের মত
বসুন্ধরা অবিচল;
এখন প্রয়োজন সিলেন্ডার এর
জীবন বাতাস।
ধমণীরা শেষ হয়
নিঃশব্দে খসে পড়া নক্ষত্রের মত
উজার হয়ে যাওয়া বৃক্ষের মত
বসুন্ধরা অবিচল; ___ সুন্দর প্রকাশ হয়েছে প্রিয় মন দা।
অনেক ধন্যবাদ
শিরোনাম এবং লিখার বক্তব্য প্রক্ষেপণ অসাধরণ হয়েছে প্রিয় কবি খেয়ালী মন।
ধন্যবাদ ভাই শুভকামনা
সুন্দর।
শুভেচ্ছা জানবেন কবি। শিরোনাম অসাধারণ।
যান্ত্রিক শতাব্দী গুলো ক্রমশ কমিয়ে
দিচ্ছে জীবনের গড় আয়ু। কথা সত্য।
এখন প্রয়োজন সিলেন্ডার এর
জীবন বাতাস।
* বরাবরের মতই আপনার শব্দচয়ন বেশ চমৎকার হয়…
শহর জুড়ে সাজানো জেল
বন্দী মানব শিশু
একটি অসম ঘোর তৈরী হয়ে আছে
আমার চারধারে;