নেভিগেশন ইকুইপমেন্ট-Gyro Compass

SIM RGS 50

Gyro Compass


Magnetic Compass


আধুনিক সরঞ্জাম সজ্জিত একটি জাহাজের ব্রিজ (যেখান থেকে জাহাজ নিয়ন্ত্রণ/পরিচালন করা হয়)।

জাইরো কম্পাস একটি অ-চুম্বকীয় কম্পাস যেখানে পৃথিবীর সঠিক উত্তর (True North) প্রদর্শনের জন্য ক্রমাগত বিদ্যুৎ চালিত জাইরোস্কোপ দ্বারা পরিচালিত হয় যার অক্ষটি ঘূর্ণন এর সঙ্গে সঙ্গে পৃথিবীর অক্ষের সমান্তরাল থাকে এবং পৃথিবীর দিকটি (pole) স্বয়ংক্রিয়ভাবে খুঁজে পেতে সহায়তা করে যা চৌম্বকীয় “উত্তর দিক” প্রদর্শনের চেয়ে অধিক নির্ভরযোগ্য এবং এতে নানা কারণে উদ্ভূত পৃথিবীর কোন বিশৃঙ্খলা বা প্রভাব পড়েনা।

এই জাইরো কম্পাস ( সাগর ও আকাশে) জাহাজ নেভিগেশন করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, জাইরোকম্পাস লৌহ নির্মিত জাহাজের চৌম্বক শক্তি/ক্ষেত্র এর উপরে কোন প্রভাব বিস্তার করতে পারেনা বলে এটি অত্যন্ত নির্ভরযোগ্য। এগুলি আকাশ ও নৌ পথের জন্য বিশেষ উপযোগী। তবে জাইরো কম্পাস যতই থাক না কেন এর সঙ্গে একটি magnetic compass অবশ্যই থাকতে হবে কারন ম্যাগনেটিক কম্পাস কখনওই অক্ষমতা প্রকাশ করবেনা।

আজ এই পর্যন্তই, আগামীতে হয়তো দেখা হবে কোন কাক ডাকা ভোরে গরম চায়ের ঘ্রাণে (অবশ্য যদি কেও নিমন্ত্রণ করেন)।

13 thoughts on “নেভিগেশন ইকুইপমেন্ট-Gyro Compass

  1. এমন জ্ঞানের পোস্ট অথচ আপনাকে চায়ের নিমন্ত্রণ দেবো না … তাই কি হয় স্যার !! চলে আসুন জনাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    1. বাহবা স্যার আপনে আমারে চায়ের দাওয়াত দিছেন। তয় একখান বিশাল এক্সপ্রেস এর দুইটা টিকেট পাঠাইয়া চায়ের পানি চুলায় বসাইয়া দেন। আইতে আর কতক্ষনইবা লাগব! 

  2.  

    চমৎকার পোষ্ট। জানা গেল বেশ কিছু। 

    এই জাইরোস্কোপ এখন চলে এসেছে স্মার্টফোনের সেন্সর হয়ে। 

  3. এ্যাতো বড় বড় ডিশ সাইজ যন্ত্রপাতিও দেখছি জাহাজে থাকে। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  4. সালাম নিবেন দাদা কেমন আছেন

    খুবি ভাল বিষয়ে লেখতেছেন 

    অনেক শুভ কামনা জানাই————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।