আমি আজকাল ভালো আছি,
তোকে ছাড়া রাতগুলো আলো – হয়ে আছে
আমি আজকাল ভাল আছি।
১)
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার।
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সব কিছু ফেলে।
আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ,
লেখা আছে স্পষ্ট দেওয়ালে।
২)
এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না,
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না।
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পালটে ফেলাই বেঁচে থাকা।
আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ,
হোক না এ পথঘাট ফাঁকা।
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
অ্যালবামঃ দ্বিতীয় পুরুষ
"পালটে ফেলাই বেঁচে থাকা"
ছায়া মন আলোকিত করে তুললেন স্যার।
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার।
*


ঠিক তা-ই হবে! জীবন থেকে কিছু পাল্টে ফেলতে হবে। আমার জিবনে অনেক আবর্জনা জমা হয়ে আছে। সেগূলোকে একটু একটু করে ধোয়ামাজা করতে হবে। আপনার সুন্দর কবিতা পরে অনেককিছু মাথায় ঢুকে গেল। আপনাকে অজস্র ধন্যবাদ।
অসাধারণ।
বেশ প্রেরণা পেলাম দাদা