এ কোনো কবিতা নয়

এ কোনো কবিতা নয়

একটা প্রেমপত্র এককল্প বছরে লিখেছিলাম
অতঃপর ছিঁড়ে যেতে লেগেছে এক ন্যানো সেকেণ্ড
অথবা তারচেয়েও কিছুটা কম ……!!

সম্পর্কের গতিসূত্র আবিষ্কার করতে যাবো…
আমি এতোটা আক্কেল অথবা বেকুব নই….
শুধু এতোটুকু বলতে পারি, যে সম্পর্ক যদি, তবে, তথাপি
এসব আঁকড়ে বাঁচে, এ কোনো সম্পর্ক নয়!

এই যেমন পাখির সাথে জলের সম্পর্ক
অথবা
মাছের সাথে আকাশের সম্পর্ক এমনতর!

তবুও অস্বীকার করছি নে, ভালোবাসা হলো হালের
বলদের মতো….
আস্তে হাঁটলেও দোষ
জোরেশোরে হাঁটলেও দোষ
আবার না হাঁটলেও দোষ!

8 thoughts on “এ কোনো কবিতা নয়

  1. "ভালোবাসা হলো হালের বলদের মতো…. আস্তে হাঁটলেও দোষ
    জোরেশোরে হাঁটলেও দোষ; আবার না হাঁটলেও দোষ!" ___ কঠিন সত্য কথা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর। একেবারে অন্যরকম ভালো লাগা কবিতা।

  3. * কবি বন্ধু, তবে কী?

    শুভ কামনা সবসময় … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. তবুও অস্বীকার করছি নে, ভালোবাসা হলো হালের
    বলদের মতো….
    আস্তে হাঁটলেও দোষ
    জোরেশোরে হাঁটলেও দোষ
    আবার না হাঁটলেও দোষ! ………/দারুণ বলেছেন কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. তবুও অস্বীকার করছি নে, ভালোবাসা হলো হালের
    বলদের মতো….
    আস্তে হাঁটলেও দোষ
    জোরেশোরে হাঁটলেও দোষ
    আবার না হাঁটলেও দোষ!

     

    চমৎকার বলেছেন দাদা। তবে হৃদয়ের ভালোবাসায় কোনপ্রকার দোষ থাকে না মনে হয়। ভালোবাসায় দোষ ধরে কারা? যারা ভালবাসা বুঝেই না, তাঁরা। ধন্যাদ দাদা, আপনার সুন্দর লেখনীয় কবিতার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।