আকাশের মন ভালো নেই আজ
কোথা থেকে যেন মাথায় পড়েছে বাজ!
ঝরা পাতার শব্দের মাঝে উড়ে চলে বিচ্ছিন্ন পালক
শিমুল তুলার মতো স্বপ্নেরা ভেসে বেড়ায় দিক্বিদিক ।
অকালেও বাদল ঝরে, মধ্যগগনে সূর্যকে ঢেকে দিয়ে নামে অমাবস্যার রাত
বেসুরো ঠেকে তোমার কণ্ঠে সুপ্রভাত–
কৃষ্টি সংস্কৃতি ভেসে চলে গড্ডালিকা প্রবাহে-
আমি আমার স্বপ্নে চলিনা; দেখি স্বপ্ন আজ ঋণ করে!
আমার সুরে রচিনা বচন; হারাই অন্ধ অনুকরণে
মাকে আজ মা ডাকিনা; মাম্মি,মম,মাদার ডাকি গরল মিশিয়ে
দোয়েল শালিকের ডাকে জুড়ায়না মন
নিত্য করে চলি বিদেশি মুদিরার সন্ধান ।
কানে বাজেনা কোন ভাটিয়ালি সুর;
জারি সারি পালা মহুয়ার –
মন থাকে সদা হয়রান; খুঁজিতে অতি আধুনিকতার স্যুপ
আমি আমাকে চিনিনা; চিনতে দেইনা আমার আদি রূপ ।।
শুভ সকাল প্রিয় কবি। কবিতায় শুভেচ্ছা জানিয়ে গেলাম।
* ধন্যবাদ সুপ্রিয়…
দোয়েল শালিকের ডাকে জুড়ায়না মন
নিত্য করে চলি বিদেশি মুদিরার সন্ধান ।——–সুন্দর প্রকাশ করেছেন দাদা
ভাটিয়ালি সুর আর আমার কেউ অহরহ শুনতে পাবো না। এখন ডিজিটাল যুগের ডিজিটাল সুর। যেই সুর আর বাজনাকে বলে ব্যান্ডসংগীত বা ব্যান্ড শো। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। তবে আমাদের কিন্তু আজও মনে আছে সেই ভাটিয়াল সুরের কথা।
দারুণ লিখেছেন প্রিয় লেখক। শুভকামনা রইল।
* আমাদের লোকজ সঙ্গীতের প্রাণ আর জুড়ায়না…
ভালো থাকুন কবি…
"আকাশের মন ভালো নেই আজ
কোথা থেকে যেন মাথায় পড়েছে বাজ!"
চমক দিয়ে শুরু। খুব ভালো লেগেছে কবি!
* অনুপ্রাণিত সুপ্রিয় কবি…
খুবই সুন্দর লিখেছেন কবি দা।
* সুপ্রিয় কবি দি, অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়…
* সুপ্রিয় কবি দা, ধন্যবাদ অশেষ…
Note: Missing message…!!!