সৌন্দর্য পিপাসু মন আমাকে ঘুরিয়েছে দেশে দেশে
উঁচু উঁচু অট্টালিকা, যা গগন ছুঁয়েছে
হিমালয়ের চূড়াকে দেখেছি আকাশ ছুঁতে।
তুষার শুভ্র পাহাড়ের গায়ে খেলা করেছে গিরি নন্দিনী
তার মাঝেও যেন লুকিয়ে রয়েছে কোন এক ছলনাময়ী।
জল কেলিতে ছুটেছি সাগর পানে, উপ থেকে মহাসাগরে
দেখেছি হেথায় করুণ সুরে গাইছে এক বেহুলা বিষাদের তরে।
নর্তকির তালে তালে নেচেছি পাইনি কোন তান
তার দেশের দামী মাদক সেবন করেছি হইনি অবচেতন।
অপূর্ণতা নিয়ে অবশেষে ফিরেছি মায়ের কোলে
নেই তাদের মত গগন চুম্বী অট্টালিকা, বয়ে যায়নি মহাসাগর তোমার বুকে
খেলা করেনা কোন ছলাময়ি এক মিথ্যে আশ্বাসে।
তোমার যা আছে নেই কোন কপটতা তাতে
দুগ্ধ সম জল নিয়ে সরু নদী বহে তোমার বুকে
নিবিড় অরণ্য হাত ছানি দেয় অবসাদ গুছাবার তরে।
আকাশ ভেঙে নেমে আসে জল, নদী নালা টই টম্বুর
পাল তলে মাঝি নামে আনন্দে বিহ্বল ছুটে চলে বহুদূর
সবুজ ক্ষেতের মাঝে কিষাণির গান হৃদয় ছুয়ে যায়
নদীর ধারে ধারে ফুটে রয় কাশফুল শুভ্রতার ছোঁয়ায়।
মধু মাসে আম পাকে রসনা বিলাসে
শীতের আমেজে ঘুম আসে সকল অবসাদ ভুলে।
মা, তোমার মতো পাইনি কোন এক মমতাময়ী
যার কোলে মাথা রেখে টানতে পারি জীবনের ইতি।
একের পর এক অসাধারণ সব কবিতা। অভিনন্দন কবি দা।
* ধন্যবাদ সুপ্রিয়…
অসাধারণ লেখা।
* ধন্যবাদ কবি…
সুন্দর হয়েছে স্যার।
*ধন্যবাদ সুপ্রিয়…