আমার সর্বশেষ প্রেমিকার বয়স কত, তার জন্মদিন কবে;
অথবা তাকে সর্বশেষ কোথায় দেখা গিয়েছিল সেসব আমি জানি না।
আমার সাথে তার কোনদিন দেখা হয়নি, জন্মদিনে কেক কাটা হয়নি-
তার যাওয়া-আসার পথে শিঞ্জন শুনিনি;
শুধু জেনেছি তার বাম পায়ে থাকে মিসরীয় পায়েল-
নাভি নিচে পুরোটা কোমরজুড়ে সাপের মত প্যাঁচানো পার্সিয়ান কোমরবন্ধ।
অনন্ত অপেক্ষান্তে মিলনের মৌসুমে আমাদের মিতালি হলে-
চামড়ার ভাঁজ ও শরীরের খাঁজ-ভর্তি আদিম গহনা দেখে বুঝে নিতে কষ্ট হবে না
আমার প্রেমিকার বয়স শতবর্ষী বৃক্ষের চেয়ে কম কিছু না-
চন্দ্রগ্রহণের মত আমাকে সে গ্রহণ করুক দুর্নিবার আকর্ষণে-
মধ্যবর্তী দূরত্ব ঘুচে গিয়ে বনাবনি হোক প্রেম ও অহংবোধের;
আঙুলের স্পর্শে অবনত হোক লজ্জাবতীর ললাট গ্রীবা-
অমরাবতী ধরণী নীলাভ হোক সর্বনাশা প্রেমে।
আমার ঠোঁট থেকে পুনর্জন্ম পাক ফলবতী বৃক্ষ,
প্রেমিকার নাভিতে শুদ্ধ হোক আমার অমর জনম-
আমাদের সত্য জন্মতিথি হোক অভিন্ন দিনে
ছবি- ছবিটা এখান থেকে নেয়া
আপনার প্রতিটি লেখা আমার দারুণ ভাল লাগে। সৌভাগ্য যে, নিয়মিত পড়তে পারছি। নমস্কার।
সত্যি এরকম কথা শুনলে লিখতে আরও ইচ্ছে করে——
ধন্যবাদ দিদিভাই
ভাল লেগেছে
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা একজন নিশাদ
ফ্যান্টাস্টিক। আপনার লিখায় জাদু আছে মি. জাহিদ অনিক। গ্রেট ম্যান।
প্রশংসা পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত হচ্ছি মুরুব্বী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিবেন
বাহ! বেশ লিখেছেন!
অনেক অনেক ধন্যবাদ প্রিয়
চন্দ্রগ্রহণের মত আমাকে সে গ্রহণ করুক দুর্নিবার আকর্ষণে-
মধ্যবর্তী দূরত্ব ঘুচে গিয়ে বনাবনি হোক প্রেম ও অহংবোধের;
* নিঃসন্দেহে বলা যায়, শিল্পরস উত্তীর্ণ হয়েছে কবিতাখানি…