নদী নদী বুকে তোর যদি যদি সুখে
ভেসে রবো হেসে হেসে থৈ থৈ প্রেমে
হুল হয়ে বিঁধে রবো ফুল ফুল বুকে
নীল নীল জ্বরে তুই ঘরে যাবি ঘেমে
তোর পথে ভোর হতে বসে রবো চেয়ে
জোর মেখে ঘোর এঁকে চোখ নেবো কেড়ে
ঝুলে রবো চুলে তোর – ভুল খোপা বেয়ে
আনচান গান হয়ে প্রাণ দেবো বেড়ে
নদী নদী মনে তোর অধিকার হেম-
লিখে রেখে শিকে ছিঁড়ে খেয়ে নেবো প্রেম
* অনেক সুন্দর পরিচ্ছন্ন, গঠণ কৌশল চমৎকার ৮+৬, অন্ত্যমিল কখ, কখ,গঘ,গঘ, ঙঙ। কিন্তু দশ চরণ!
চতুর দশপদী>চতুর্দশপদী।
শুভ কামনা নিরন্তর…
না দাদা। চতুর্দশপদী নয়। চতুর দশপদী। দশ চরণের কবিতা।
মন জুড়ানো পদ্য দিয়ে দিন শুরু হলো। শুভ সকাল কবি।

ধন্যবাদ দাদা। শুভকামনা সতত।
বেশ অনুপ্রানিত হইলাম কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন
ধন্যবাদ
একরাশ শুভেচ্ছা দাদা ভাই। চালিয়ে নিন।
ধন্যবাদ দিদিভাই