সেদিনও সন্ধ্যায় আলো ফুটেছিলো,
ছিল দ্বাদশীর ঝলমলে নীল চাঁদ।
জোছনা জোনাক কখনো এক হয় না
কিন্তু কেন যেন সেদিনও জোনাক ছিল
ছিল কুয়াশা মাখা অস্থির জোছনা।
বার্ষিক পরীক্ষা শেষ আর
তখন শীতের মাঝামাঝি,
ভোরে হাঁড় কাঁপানো ঠান্ডায়
উঠোনে আগুন পোহানো।
সেই দুর্দান্ত দিনের এক
মিঠে রোদের সকালে
নিরঞ্জনের হঠাৎ আগমন!
“কী রে অরুণ, কাল রাতে
বিশু, সৌমেন তোরা কোথায় ছিলি?”
-কেন, কি হয়েছে?
-“বিপাশার মেঝ’দাকে দেখলাম
চেঁচামেচি করছে তাদের নাকি
গাছের নিচে রসের হাড়ি গড়াচ্ছে।”
-“সেজন্য তুই এভাবে বলবি?
-“কী করবো বল, বিশু থাকলে
তোকে বিশ্বাস করতেও ভয় হয়!”
-ছি! এই তোর বন্ধুত্ব?
-ছি! নারে, তুই আগে কাউকে ভালোবেসে দেখ
তখন বুঝবি ভালোবাসা আর বন্ধুত্বের পার্থক্য…
ভালোবাসা আর বন্ধুত্বের পার্থক্য
বেশ লিখেছেন
ধন্যবাদ দাদা…
কবিতায় কথোপকথন পড়লাম প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ
ঠিকি বলেছেন। ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য আছে।
চমৎকার।
শুকরিয়া…
ভালো লাগলো নিরঞ্জনের না বলা কথা
শুভেচ্ছা
ধন্যবাদ…… আপনার "নির্জন সঙ্গম" অনেক ভালো লেগেছে…
"একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।" <3 <3 <3
ধন্যবাদ…… আপনার "নির্জন সঙ্গম" কবিতাটাও অনেক ভালো লেগেছে…
"একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।" <3 <3 <3
তখন বুঝবি ভালোবাসা আর বন্ধুত্বের পার্থক্য…
*

