নিরঞ্জনের না বলা কথা – ২১

সেদিনও সন্ধ্যায় আলো ফুটেছিলো,
ছিল দ্বাদশীর ঝলমলে নীল চাঁদ।
জোছনা জোনাক কখনো এক হয় না
কিন্তু কেন যেন সেদিনও জোনাক ছিল
ছিল কুয়াশা মাখা অস্থির জোছনা।

বার্ষিক পরীক্ষা শেষ আর
তখন শীতের মাঝামাঝি,
ভোরে হাঁড় কাঁপানো ঠান্ডায়
উঠোনে আগুন পোহানো।
সেই দুর্দান্ত দিনের এক
মিঠে রোদের সকালে
নিরঞ্জনের হঠাৎ আগমন!

“কী রে অরুণ, কাল রাতে
বিশু, সৌমেন তোরা কোথায় ছিলি?”

-কেন, কি হয়েছে?

-“বিপাশার মেঝ’দাকে দেখলাম
চেঁচামেচি করছে তাদের নাকি
গাছের নিচে রসের হাড়ি গড়াচ্ছে।”

-“সেজন্য তুই এভাবে বলবি?

-“কী করবো বল, বিশু থাকলে
তোকে বিশ্বাস করতেও ভয় হয়!”

-ছি! এই তোর বন্ধুত্ব?

-ছি! নারে, তুই আগে কাউকে ভালোবেসে দেখ
তখন বুঝবি ভালোবাসা আর বন্ধুত্বের পার্থক্য…

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

14 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২১

    1. ধন্যবাদ…… আপনার "নির্জন সঙ্গম" অনেক ভালো লেগেছে…

       

      "একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
      সে এক অন্য জীবন।" <3 <3 <3

       

    2. ধন্যবাদ…… আপনার "নির্জন সঙ্গম" কবিতাটাও অনেক ভালো লেগেছে…

       

      "একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
      সে এক অন্য জীবন।" <3 <3 <3

       

  1. তখন বুঝবি ভালোবাসা আর বন্ধুত্বের পার্থক্য…

    *https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।