নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ-এর আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে সারাদিন কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট অডিটোরিয়ামে সারাবাংলা ছড়া উৎসব ও “আলোর ফুলকি” প্রকাশ। সুস্বাগতম। এই অনুষ্ঠানে ‘আলোর ফুলকি’ পত্রিকার পক্ষ থেকে রাজ্যের সাত বিশিষ্ট ছড়াশিল্পীকে “কবি কৃত্তিবাস সম্মাননা” প্রদান করা হবে। প্রতিবছর এই সম্মাননা প্রদানে আমরা সচেষ্ট হব। এবছর যাঁরা পাচ্ছেন :
১) কবি আশিসকুমার মুখোপাধ্যায়
২) কবি উৎপলকুমার ধারা
৩) কবি ইভা চক্রবর্তী
৪) কবি পার্থপ্রতিম আচার্য
৫) কবি গদাধর সরকার (মালিপাখি)
৬) কবি শংকর দেবনাথ
৭) কবি স্বপনকুমার বিজলী
17 thoughts on “ছড়াকার পুরস্কৃত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ কামনা…
ধন্যবাদ
শুভকামনা
আনন্দ সংবাদ। অভিনন্দন কবি কবি শংকর দেবনাথ। আমাদের সহ-ব্লগার।
ধন্যবাদ দিদি
শুুভকামনা
এই খবরে ভীষণ আনন্দিত হয়েছি।
আপনার কয়েকটি মাত্র ছড়া পড়েছি। বিষয়বস্তু নির্বাচন, ফান করে ছড়ায় ছড়ায় কিছু মেসেজ দেয়া, বুননে আপনার মুন্সীয়ানা, আপনার ছন্দজ্ঞান সবকিছু আমাকে ভীষণ মুগ্ধ করেছে। এই পুরুষ্কারের খবরটি আমাকে জানিয়ে দিল আপনার লেখা নিয়ে আমার সুউচ্চ ধারণা সঠিক ছিল।
অভিনন্দন প্রিয় কবি !
ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন।





অভিনন্দন কবি শংকর দেবনাথ সহ ৭ কবিকে


ধন্যবাদ। শুভকামনা।
অভিনন্দন এবং অভিনন্দন মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ দাদা
অভিনন্দন শংকর দা।
ধন্যবাদ সৌমিত্রদা
বাহ ! অভিনন্দন কবি কবি শংকর দেবনাথ।
আপনি সহ বাকী কবিদেরকেও শুভেচ্ছা। সাহিত্যের একটা স্বীকৃতি পেলে বেশ উৎসাহ যেমন বাড়ে দায়িত্বও বাড়ে।
আবারও শুভেচ্ছা
ধন্যবাদ। শুভেচ্ছা।












* অভিনন্দন সুপ্রিয়…



ধন্যবাদ














