লজ্জাবোধের গল্প

লজ্জাবোধের গল্প

প্রার্থনা শেষে আমরা ছড়িয়ে পড়ি
মাঠজুড়ে গুটি গুটি দানার মতো।

আহ্! পরম শান্তি!
কবিরাহ্ ছগীরা, বাতেনী, জাহেরী সব পাপ হলো মাফ
অব্যাহত জিকির শেষে মাথা তুলে দেখি
লাবণ্যপ্রভা! দ্বিধান্বিত নির্বোধ ভাষা।

লাশের কথাই বলি কিংবা বোতলে মুদ্রিত ভুত
সুনিপুণভাবে ফুটিয়ে তোলা কাঁথার সেলাই
মনে রাখি সব – রঙিন চাদরে ঢেকে রাখা বাবুইয়ের সুখ।

কবিরাহ্ গোনাহ – নিশ্চিত জাহান্নাম কি?
তবুও উঠে পড়ি – জীবনের প্রথম পাঠ – নগ্নশরীর
অবিশ্বাসের পৃথিবীতে রমণীদের খোলা বুক
লজ্জাবোধের এইসব গল্প বেঁচে থাকুক হাজার বছর।

6 thoughts on “লজ্জাবোধের গল্প

  1. "লজ্জাবোধের এইসব গল্প বেঁচে থাকুক হাজার বছর।" অনুভূতি থেকে শাব্দিক আক্ষেপ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. লাশের কথাই বলি কিংবা বোতলে মুদ্রিত ভুত
    সুনিপুণভাবে ফুটিয়ে তোলা কাঁথার সেলাই
    মনে রাখি সব – রঙিন চাদরে ঢেকে রাখা বাবুইয়ের সুখ।

     

    * চমৎকার রচনা শৈলী…

মন্তব্য প্রধান বন্ধ আছে।