নিরঞ্জনের না বলা কথা – ১৭

দিন দিন নীল থেকে নীলতর
হয়ে যাচ্ছিলো সেই সময় আকাশটা।
শিমুল তুলোর মতো শুভ্র মেঘগুলো
নীলের ক্যানভাসে দেখে মনে পড়ে গেল,
সেই দিনের মতোই এখন শরৎকাল।

পূজোর ছুটি চলছিলো তখন
কুমোরপাড়া ঘুমায়না রাত-দিন।
ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে দেখতাম,
খড়ের কঙ্কাল, মাটি-জল
মিলে মিশে একাকার।
সময় গড়ায়, দিন যায়
হাত-পা-মুখ-চোখ
একে একে সব হয়।

এমনই এক ছুটির বিকেলে,
ওপাড়ায় প্রতীমা বানানো
দেখতে গিয়ে বললাম-
“দূর্গার মুখটা বিপাশার মতো
করে দিতে বলবো নাকি?”

এক বুক চেপে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে,
নিরঞ্জন শুধু বলল-
“প্রতীমাতো পূজো শেষে
শুধু বিসর্জন,
আর বিপাশাতো জীবন শেষে
শুধুই আমার অর্জন…”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

12 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১৭

  1. “প্রতীমাতো পূজো শেষে
    শুধু বিসর্জন,
    আর বিপাশাতো জীবন শেষে
    শুধুই আমার অর্জন…”—————-

  2. লম্বা একটি বিরতির পর ধারাবাহিকটি পুনরায় চালু হতে দেখে ভালো লাগলো মি. রোমেল আজিজ। পাঠক সমাদৃত হোক এই প্রত্যাশা। ব্যস্ততায় ভালো থাকুন। ধন্যবাদ। :)

  3. শব্দনীড় এ আপনার লেখা আগেও পড়েছি। আমার ভালো লেগেছে।

    1. আমার লেখা পড়ে আমাকে মনে রেখেছেন, আমি কি আপনার এতো ভালবাসার যোগ্য? অসংখ্য ধন্যবাদ :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।