দেবী ও কবি

দেবী ও কবি

নির্বাক অনিমিখ ছুঁইয়ে গড়ে পড়ে স্বপ্নবান পঙক্তির ধারা
কম্পমান ঠোঁট, গ্রীবা, বুকের গভীরে তেতে উঠে বিবাগী শোক।
বিদ্যুৎ চমকানো আলোর কটাক্ষে এক টুকরো হাসি
চির চেনা সেই উত্তাপ সেই সুবাস নীল জ্যোৎস্নায় যাচ্ছে ভাসি…

– দেবী
(কবির ওষ্ঠে আঙ্গুল চেপে চুপ করে দেয়)

– না কবি আজ কোন কৈফিয়ত নয়
কোন প্রশ্ন নয়!
আজ শুধু ভেসে যাওয়ার সময়।

– আমি তো ভেসেই আছি দেবী

– জানি!
তুমি ভেসে আছো বলেই আজ নদী তার কুল ছুঁলো
জলকেলিতে ছন্দ এলো
আজ আমায় গাইতে দাও
দেবরাজীর নৃত্যে, প্রীতে দাও সমর্পণ হতে…

– এ কি বলছো? দেবী
আমি নিত্য তোমার পূজা করি, অর্চনা করি মনের মন্দিরে

– না কবি
তোমাতে সঁপে দিলাম নিজেকে আজ
বুকের অন্দরে দহন তাপে বরফ গলা নদী নিরবধি
তুমি তার সোমত্ত নাবিক
জয়ের নেশায় দিগ্বিদিক ছুটে যাও
ইচ্ছের সুতো ধরে ফের আসো ফিরে
ছোঁ মেরে গাঙচিলের মত তুলে নাও শঙ্খ-চুম্বনে…

(চলমান)

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “দেবী ও কবি

  1. অসাধারণ এবং সৃষ্টির দরোজায় পূর্ণ সফল এই  দেবী ও কবি সিরিজ।
    এভাবেই অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে আপনার সৃষ্টি সকল। অভিনন্দন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।