পর্ণকুটীর

পর্ণকুটীর

পর্ণকুটীরে আসিয়া দাঁড়ায়েছ
কে বা তুমি পথিক ?
বারেক ফিরায়ে চাও
আজি এ কোজাগরী জ্যোৎস্নাপ্লাবিত রাতে
তোমার পায়ের মৃদুপরশটুকু দিয়ে
আমায় পূর্ণ করো
তোমার সুমনে আমার এই কিঞ্চিৎ হৃদয়ের
ছায়াটুকু এঁকে যাও
দেখো সুনীল আকাশ, আঁধারে প্লাবিত,
পল্লবিত আম্রকানন, হাসিভরা মম
তন্ময় মুখশ্রী, কাজল পেতে রেখেছি দু চোখে
একবার এই সুহাসিনী বদন
তুলিয়া নাও ও মোর বকুল ফুল
আমায় গৌরবান্বিত কর হে প্রভু !

শ্রীতে ভরে উঠুক আমার এ শ্রেয়সী নন্দিত কানন।

14 thoughts on “পর্ণকুটীর

  1. 'তোমার সুমনে আমার এই কিঞ্চিৎ হৃদয়ের ছায়াটুকু এঁকে যাও।' ___ শ্রীতে ভরে উঠুক আমাদের এ শ্রেয়সী নন্দিত কানন। এমনটাই তো চাই দেবী। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।