গোলাপের ঘ্রাণ

গোলাপের ঘ্রাণ

একটা গোলাপের ঘ্রাণ দিব্যি করে যাচ্ছে অস্বীকার
সেই গোলাপ না থাকলে আজ ফুলেল ভরা
সাজসজ্জা বাসর হতো না আর–
মৌমাছিদের মুখরিত কল্লোল ভালবাসা বলা হতো না
অথচ গোলাপের কত নিন্দার ঝড় তুলে- বুক কাপে না;

আমি- সেই গোলাপকে দেখিনি শুধু ঘ্রাণের মুগ্ধতা
ছুঁয়ে গেছে দেহ থেকে মাটি পর্যন্ত করে সজীবতা-
নীলগহীনে পাঁপড়ির চিহ্ন রয়েছে ভিন্ন!
তবুও ওরা অকৃতজ্ঞ মনে রাখবে না স্বর্ণ কৃতকার্য
জমাটবৃষ্টি ঝরে ইতিহাস তরে সৃষ্টিসুখের চিরধার্য,

একেমন ভিরু কাপুরুষের নগ্ন পরিচয়- ভালবাসাতে
জানে না শুধু ভালবাসা চায়- আগে ভালবাসতে হয়-
সেতো রোদ্দুর গোলাপ কাঁটায় সমুদ্র-
রক্তিম আকাশ বেয়ে শিশির ভিজা ভোর ছোঁয়ে ছোঁয়ে
ফুটবে সোনালী সবুজ মাঠ প্রান্ত জুড়ে গোলাপের ঘ্রাণ।

০৩-০৯-১৮
————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

14 thoughts on “গোলাপের ঘ্রাণ

  1. 'রক্তিম আকাশ বেয়ে শিশির ভিজা ভোর ছুঁয়ে ছুঁয়ে
    ফুটবে সোনালী সবুজ মাঠ প্রান্ত জুড়ে গোলাপের ঘ্রাণ।'

    প্রত্যাশায় বেঁচে থাকি। শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

    1. জ্বি আমিন দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

    1. জ্বি শংকর দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

    1. জ্বি সৌমিত্র দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—

    1. জ্বি তুবা আপু
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—

  2. রক্তিম আকাশ বেয়ে শিশির ভিজা ভোর ছোঁয়ে ছোঁয়ে
    ফুটবে সোনালী সবুজ মাঠ প্রান্ত জুড়ে গোলাপের ঘ্রাণ।

     

    * অসাধারণ বাণীবিন্যাস…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি হুসাইন দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন—

মন্তব্য প্রধান বন্ধ আছে।