হারাধন মাঝি
হারাধনের সুন্দরী বউ
কেড়ে নিয়েছে গাওগেরামের তাবৎ ঘুম
লাল-নীল-হলুদ পরী নেমে এসেছে মাঝির ঘরে।
ইঁদুর দৌড়ের মতো আমাদের জীবন
ফেরি করি – হংসকুল
তৈ তৈ ডাকে আগুন জ্বলে দেহের ভাঁজে
দূরে সরে গেছে ইশারায় ডেকে আনা মৃত্যু।
ঘুম কেড়ে নিয়েছে সুন্দরী বউ!
হারাধন মাঝি দৌড়ায় সমুদ্রের ডাকে
বউ অপেক্ষা মৎসকুল তার খুবই আপন।
হারাধন মাঝির মতো একই জীবন আমাদের অনেকের। ইঁদুর দৌড়ের মতো জীবন।
হারাধন মাঝি দৌড়ায় সমুদ্রের ডাকে
বউ অপেক্ষা মৎসকুল তার খুবই আপন।——-চমৎকার প্রকাশ
জীবনের বাস্তবতায় প্রেম – ভালোবাসা সবই গৌন হয়ে যায়
অন্যরকম অনুভূতি
অসাধারণ কবিতা।
অসামান্য উচ্চারণ
দারুণ কবিতা। মানসপটে ভেসে উঠলো চিত্রায়ণ।
হারাধন মাঝি দৌড়ায় সমুদ্রের ডাকে
বউ অপেক্ষা মৎসকুল তার খুবই আপন।
* বাহ! চমৎকার…