পার্কে সূর্যোদয়
ভ্যাপসা গরম তুরতুর করে ভেসে বেড়াচ্ছিল,
স্নানের অঝোর আরামের পরমুহূর্তেই
ঘাম ফের জাঁকিয়ে বসছিল হাতেমখানায়,
আর সলজ্জ চোখে তাকিয়ে সচকিত সূর্য
গুটিগুটি পায়ে এগোচ্ছিল নিষিদ্ধসীমার দিকে।
পার্কের শুঁড়িপথে-অন্দরে-গাছের,বেঞ্চের
লাল সাদা সুরকির আঁচলের নিচে
অজস্র রঙ বেরঙ পায়ের আনাগোনা;
সুগারের পা, অচল হৃদয় পা
ছলছলে ঝলমলে কিশোরী ছমছমে পা
মোবাইলে ঝর্ণায় উছলানো জলপ্রপাত পা,
পায়ে পায়ে পার্কের তুমুল দোলন।
অথচ সব হট্টগোল এসে থেমে যাচ্ছিল
দক্ষিণ দুয়ারী বেঞ্চের গোপন বলয়ে;
তীক্ষ্ণ গোলাপী শাড়ী, সবুজ ব্লাউজ
রঙচটা থলিগর্ভ সেঁচে বের করে তোবড়ানো টিফিনবক্স,
দোমড়ানো অফ হোয়াইট শার্টের
কুচকুচে রঙে ব্রহ্মান্ডের স্নেহ কুন্ডলী পাকায়,
সূর্য সেখানে এসে থমকে দাঁড়ায়।
কোথাও মিছিল আসে, তীব্র জোয়ার-
কোথাও বা রিমঝিম রবীন্দ্রগান-
নিষেধের চিড়িয়াখানায় কিছু পল ছাড় পাওয়া
বিলিতি স্কুলের ছটপটে শৈশব
কোজাগরী আলোয় সীমন্ত ভাঙে,
একে একে বিচিত্র বর্ণদল
এ ওর গায়ে ঢলে পড়ে, খিলখিল।
দক্ষিণদুয়ারে তখন মন্দার গন্ধ,
ক্যাটক্যাটে গোলাপী শাড়ী ভাত মেখে তুলে দেয়
অফ হোয়াইটের কুচকুচে মুখে নিবিড় যত্নে;
ঘাসবালিকার চোখে আনন্দজল ছলকায়
সূর্যাস্তের সময় তখন পার্কে সূর্যোদয়।
একটি কবিতার গড়ন বা আদল যেমনটা হয়; এখানেও তার ব্যতিক্রম নেই। স্বাচ্ছন্দে পড়া গেলো। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
ধন্যবাদ প্রিয় ভাই।
তীক্ষ্ণ গোলাপী শাড়ী, সবুজ ব্লাউজ
রঙচটা থলিগর্ভ সেঁচে বের করে তোবড়ানো টিফিনবক্স,
দোমড়ানো অফ হোয়াইট শার্টের
কুচকুচে রঙে ব্রহ্মান্ডের স্নেহ কুন্ডলী পাকায়,
সূর্য সেখানে এসে থমকে দাঁড়ায়।————-বেশ অনবদ্য প্রকাশ
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন ভাই।
অসাধারণ লিখেছেন। মনকাড়া চিত্রকল্প; মুগ্ধ হয়ে পড়লাম। কিছু কিছু শব্দের ব্যাবহার কবিটাকে দারুণ ব্যঞ্জনাময় করে তুলেছে !
অসাধারণ আপনার মন্তব্য ভাই। ভালো লাগলো।
নতুনত্বে ভরা এক অসাধারন কবিতা।
আদাব কবি কাজী রাশেদ ভাই।
পড়ে খুব ভালো লাগলো ভাই।
দক্ষিণ দুয়ারী বেঞ্চের গোপন বলয়ে;
তীক্ষ্ণ গোলাপী শাড়ী, সবুজ ব্লাউজ
রঙচটা থলিগর্ভ সেঁচে বের করে তোবড়ানো টিফিনবক্স,
দোমড়ানো অফ হোয়াইট শার্টের
কুচকুচে রঙে ব্রহ্মান্ডের স্নেহ কুন্ডলী পাকায়,
সূর্য সেখানে এসে থমকে দাঁড়ায়।
ধন্যবাদ রুদ্র আমিন ভাই।
দাদা ভাললেগেছে, সত্যিই ভাললেগেছে
আপনার কবিতা পেলাম না নিশাদ ভাই।
ধন্যবাদ।
সুন্দর এবং অনবদ্য
ধন্যবাদ শংকর দা।
আর সলজ্জ চোখে তাকিয়ে সচকিত সূর্য
গুটিগুটি পায়ে এগোচ্ছিল নিষিদ্ধসীমার দিকে।
* ভাব ভাষা দু-ই অপূর্ব…