অবরুদ্ধ সেনাদলের আর
কোন যে উপায় থাকে না,
রক্ত নাও নচেৎ রক্ত দাও;
পরাজয়ে যে ডরে না বীর।
স্মৃতিময় শৈশব,
দুরন্ত কৈশোর ,
উচ্ছ্বল তারুণ্য;
একে একে সবই
ভাসে চোখে।
তবুও জীবন নিতে হয়
নিজ জীবনের জন্যে,
নিজ জীবন দিতে হয়
অপর জীবনের জন্যে।
অবরুদ্ধ সেনাদলের আর
কোন যে উপায় থাকে না,
রক্ত নাও নচেৎ রক্ত দাও;
পরাজয়ে যে ডরে না বীর।
স্মৃতিময় শৈশব,
দুরন্ত কৈশোর ,
উচ্ছ্বল তারুণ্য;
একে একে সবই
ভাসে চোখে।
তবুও জীবন নিতে হয়
নিজ জীবনের জন্যে,
নিজ জীবন দিতে হয়
অপর জীবনের জন্যে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্মৃতিময় শৈশব,
দুরন্ত কৈশোর ,
উচ্ছ্বল তারুণ্য;——–অনবদ্য প্রকাশ
ধন্যবাদ ভাই
"তবুও জীবন নিতে হয়
নিজ জীবনের জন্যে,
নিজ জীবন দিতে হয়
অপর জীবনের জন্যে"……/ব্যাপক মর্মার্থ লুকিয়ে আছে এই স্তবকটিতে
সুন্দর লেখনি
ধন্যবাদ দাদা
কবিতায় সম্মান জানিয়ে গেলাম মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
শুকরিয়া
ভালো লেখা দাদা।
ধন্যবাদ দিদি
দারুণ।
☺
নিজ জীবন দিতে হয়
অপর জীবনের জন্যে।
*


ধন্যবাদ দাদা