গতকাল বিকেল ৩টায় আমরা বাসা (বাড্ডা) থেকে বের হই। যাব নাগরি। পথে রাথুরা পার হয়ে যেতে হবে।
দিন কতক আগে Abdul Ohab Tamal ভাই এর কল্যানে জানতে পারি রাথুরায় একটি পদ্ম বিল আছে। কিছু ছবিও দেখেছি। ছবি দেখে বুঝা যায়নি বিলটা আসলে এতো বড় হবে। আমার ধারনা ছিল বড়সর কোন পুকুর হতে পারে।
ঐ পথে রাথুরা হয়ে নাগরি পর্যন্ত আমাদের প্রচুর যাতায়াত। তাই এবার ঢুদিয়ে যায়গাটা চিনে নিতে গেলাম। চোখ জুড়িয়ে গেলো।
এলাকার মেম্বার সাহেব ও উনার ছেলে সহযোগিতার চূড়ান্ত করেছে। আপ্পায়নের জন্য বেশ পিরাপিরি করেছেন। কিন্তু আমাদের আবার নাগরি যেতে হবে বলে দেড়ি করিনি। কথা দিয়ে এসেছি আরেকদিন বাচ্চা-কাচ্চাদের নিয়ে যাবো উনার বাড়িতে।
ধান ভানতে শিবের গীত হয়ে গেলো।
বি.দ্র. আমাদের শহুরেদের কিছু অনৈতিক আচরন আর মন্তব্য গ্রামের এই সব আন্তরিক মানুষ গুলিকে কষ্টদেয়।
না —চমৎকার ————
""না —চমৎকার"" জিনিসটা কি?
পর্বটি বেশ ভালো লেগেছে!
প্রিয় দস্যু ভাই, একটি প্রশ্ন রাখতে চাইঃ নীল শার্ট এবং শাদা টি শার্টে কি আপনি আছেন!
জ্বী না, আমি নেই।
নীল শার্ট আমার ছোট বোনজামাই। আর টিশার্ট পরা আমার ভাগনী জামাই। ছবি আমি তুলেছি।
দারুন ছবি। দারুন লেখাটুকু।
ধন্যবাদ
মরুভূমির জলদস্যু জলের কিনারা পেয়েছেন। শুভেচ্ছা জানবেন।
হা হা হা
জলে নামার সুযোগ ছিলো না।
খুব সুন্দর সব ছবি। ছবিতে আপনি আছেন কিনা প্রতিমন্তব্য করলে জেনে যাবো ছবি দা।
না নেই। ছবিতে আমি নেই। সবগুলি ছবি আমি নিজে তুলেছি।
অসাধারণ ছবি পোস্ট।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
* অনেক সুন্দর…
ধন্যবাদ
পদ্মবিল চাক্ষুস দেখার অনেকদিনের সাধ কিন্তু সে সময় ও সুযোগ হয়ে উঠেনি। স্ব ঘোষিত দস্যু সাহেবের প্রচেষ্টায় অন্তত ছবিতে দেখা হলো। এজন্য অনেক ধন্যবাদ।

এটা আমাদের হাতের কাছেই। ঘন্টাখানেক সময় লাগে যেতে। এতো কাছে এত বড় একটা বিল আছে পদ্মের সেইটাই অভিভূত করেছে। আরো একটি বিল আছে সাদা পদ্মের। সেটি একটু দূরে কাপাসিয়া পার হয়ে। কিছু দিন পরে সেটাও দেখতে যাবো ভালছি।