রাতটুকু আমার

রাতটুকু আমার

একদিন সবাই চলেই যায়
জানি, একদিন তুইও যাবি;
তবে একটা মিনতি
এভাবে ঢ্যাঁড়া পিটিয়ে
ঢাকঢোল বাজিয়ে
সবাইকে জানিয়ে যাস না,
আমি সয়ে নিলেও রাতের সইবে না;

একবার ভেবে দেখেছিস!
কত কত স্মৃতি
তোর, আমার আর রাতের;

আমাদের সারারাত জেগে থাকার স্মৃতি
সারারাত গল্প করার স্মৃতি
সারারাত ভালোবাসাবাসির স্মৃতি
সারারাত অভিমানে গাল ফুলিয়ে থাকার স্মৃতি
সারারাত বুকের পরে পরে থাকার স্মৃতি
প্রেম আর অভিমানে জড়াজড়ি হয়ে,
তুই, আমি আর রাত একসাথে;
অন্তত রাতের প্রতি তো একটু করুণা কর!
তুই এভাবে ডামাডোল বাজিয়ে চলে গেলে
দেখিস, রাত ঠিক মরে যাবে;

আমার যে রাত ছাড়া আর কিছু নেই।

8 thoughts on “রাতটুকু আমার

  1. সারারাত অভিমানে গাল ফুলিয়ে থাকার স্মৃতি
    সারারাত বুকের পরে পরে থাকার স্মৃতি
    প্রেম আর অভিমানে জড়াজড়ি হয়ে,
    তুই, আমি আর রাত একসাথে;

    দারুণ কবিতা জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  2.  সবাইকে যেতে হবে এটা সত্য।

    তবুও শুভকামনা কবির প্রিয়তমার জন্য যেনো দ্রুতই চলে না যানhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।