অবেলার গান

হে কবি কী গান রচিছ আজ অবেলায়
সূর্য যখন ছিল মধ্য গগণে; ছায়াহীন ছিলে তুমি
চাইলেই ছুঁতে পারতে অসীম আকাশ, নিঃসংকোচে
সে বেলায় রচিলেনা গান; পেয়েও মুগ্ধ শ্রোতা
কেন আজ অবেলায় ডাক দিয়ে যাও, ভেঙ্গে নীরবতা!

হে কবি! এখন আমাদের মধ্য রাত; নিজের হাতটুকু দেখিনা চোখে
অন্যের মশালে খুঁজে নিই পথ; পাছে যদি বিপদ আসে
অনেক আগেই হেলেছে রবি পশ্চিমাকশে–
ছায়া হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর; হারিয়েছি মনোবল;
তোমার গানের সুরে আর কি নাচিবে তনুমন!

হে কবি, আর তুলোনা ব্যথিত মনের তুফান; ব্যথায় যাক মিলিয়ে
চেয়ে থাকি কখন বাজিবে সানাই; পথ চলিতে পরপারে ,
আমার আমিকে চিনেছি আমি; হাত বাড়াইনা সাধ্যের ওপারে
পেয়েছি যা সেতো অনেক, পাইনি যা হয়তো সে আমার ছিলনা
করিনা হিসাব-নিকাশ, কি হবে যোগ বিয়োগে!

16 thoughts on “অবেলার গান

  1. 'চেয়ে থাকি কখন বাজিবে সানাই; পথ চলিতে পরপারে,
    আমার আমিকে চিনেছি আমি; হাত বাড়াইনা সাধ্যের ওপারে।'

    আপনার কবিতার সততা এবং সৌন্দর্য্য লুকিয়ে আছে কবিতাতেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. 'পেয়েছি যা সেতো অনেক, পাইনি যা হয়তো সে আমার ছিলনা
    করিনা হিসাব-নিকাশ, কি হবে যোগ বিয়োগে!' সেটাই ভাল কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. "হে কবি! এখন আমাদের মধ্য রাত; নিজের হাতটুকু দেখিনা চোখে
    অন্যের মশালে খুঁজে নিই পথ; পাছে যদি বিপদ আসে
    অনেক আগেই হেলেছে রবি পশ্চিমাকশে–
    ছায়া হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর; হারিয়েছি মনোবল;
    তোমার গানের সুরে আর কি নাচিবে তনুমন"! — দারুণ অর্থবহ! মুগ্ধ হয়েছি কবি!

  4.  না কবি! এটাই মুলত কিছু করার সময়।

    পরিনত বয়সের চিন্তা ধারা অল্প বয়সের চিন্তা ধারা থেকে উন্নত হয়ে থাকে।

    এখনও সময় শেষ হয়ে যায় নি!

    শুভকামনা প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।