রূপান্তর
দুর্বোধ্য কোনো বিষয়ের মত তোমায় পড়তে চেয়েছি
সকালের টুপটাপ ঝরে পড়া ফুল,
বিকেলে মুদে আসা পদ্মকোরক
রাতের রজনীগন্ধার আতর সুবাস
বিপন্ন কৃষকের অপারগ কৃষিকাজ আর খেয়াপারাপার
সবই গতানুগতিকতার কোনো সুচারু নিয়মে
অভিধান খুলে শব্দের পর শব্দ খুঁজেছি তোমায় মানাতে
পরিশেষে চোখ বুজে নিজের মনে প্রবেশ করে দেখি
রূপ থেকে রূপান্তর, দেশ থেকে দেশান্তর,
গ্রাম থেকে শহর, সেখানে মানুষ আছে, শুধু তুমি আমি নেই।
সুন্দর হয়েছে কবিতাটি।সব কিছুই ক্ষণস্থায়ী।
অনেক ধন্যবাদ মমি ।
সুন্দর দিদিভাই
ধন্যবাদ ভাই |
রূপ থেকে রূপান্তর, দেশ থেকে দেশান্তর,
গ্রাম থেকে শহর, সেখানে মানুষ আছে, শুধু তুমি আমি নেই।——অনবদ্য প্রকাশ
অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য বন্ধু ।
রূপান্তর হোক মানব জনমের। কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। শুভ সন্ধ্যা।
শুভেচ্ছা ও ভালোবাসা নিও বন্ধু ।
অনেক সুন্দর কবি দি ভাই। প্রণাম।
এত সুন্দর করে বলার জন্য একটা ছোট্ট চুমু দিলাম বোন ।
আন্মোপলব্ধি মূলক কবিতা মনে হচ্ছে।
চমতকার হয়েছে প্রিয় কবি




তেমনি কিছু আর কি ? অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য বন্ধু ।
সর্বোপরি সুন্দর কবিতা বোন। শুভ সকাল।
শুভেচ্ছা ও ভালোবাসা নিও বন্ধু ।