রূপান্তর

রূপান্তর

দুর্বোধ্য কোনো বিষয়ের মত তোমায় পড়তে চেয়েছি

সকালের টুপটাপ ঝরে পড়া ফুল,
বিকেলে মুদে আসা পদ্মকোরক
রাতের রজনীগন্ধার আতর সুবাস

বিপন্ন কৃষকের অপারগ কৃষিকাজ আর খেয়াপারাপার
সবই গতানুগতিকতার কোনো সুচারু নিয়মে
অভিধান খুলে শব্দের পর শব্দ খুঁজেছি তোমায় মানাতে

পরিশেষে চোখ বুজে নিজের মনে প্রবেশ করে দেখি
রূপ থেকে রূপান্তর, দেশ থেকে দেশান্তর,
গ্রাম থেকে শহর, সেখানে মানুষ আছে, শুধু তুমি আমি নেই।

14 thoughts on “রূপান্তর

  1. রূপ থেকে রূপান্তর, দেশ থেকে দেশান্তর,
    গ্রাম থেকে শহর, সেখানে মানুষ আছে, শুধু তুমি আমি নেই।——অনবদ্য প্রকাশ 

  2. রূপান্তর হোক মানব জনমের। কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।