সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণের ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই পর্বে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে।
১। মেঘের দেশে
ছবি তোলার স্থান : গেনটিং হাইল্যান্ড, মালয়েশিয়া।
তারিখ : ১৮/১২/২০১০ ইং
পথের হদিস : ঢাকা > কুয়ালালামপুর > গেনটিং হাইল্যান্ড।
২। সমাধি
ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ।
তারিখ : ১৪/১১/২০১৭ ইং
পথের হদিস : ঢাকা > নাগরি বাজার> সেন্ট নিকোলাস গির্জা।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°54’48.8″N 90°30’27.9″E
৩। লাল কাঁকড়ার ঝাক
ছবি তোলার স্থান : পুটনির দ্বীপ।
ছবি তোলার তারিখ : ২১/০৩/২০১৫ইং
পথের হদিস : ঢাকা > সাতক্ষীরা > নীলডুমুর > পুটনির দ্বীপ।
জিপিএস কোঅর্ডিনেশন : 21°42’11.2″N 89°20’22.4″E
৪। সবুজ পথ
ছবি তোলার স্থান : কলাগাছিয়া, সাতক্ষীরা।
ছবি তোলার তারিখ : ২২/০৩/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে হবে সাতক্ষীরার শ্যামনগর বা ইশ্বরিপুর। সেখান থেকে যেতে হবে বুড়িগোয়ালীনি। বুড়িগোয়ালীনির নীলডুমুর খেয়া ঘাট থেকে উঠতে হবে ট্রলারে। ৩০ মিনিটেই পৌচে যাবেন কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রে।
জিপিএস কোঅর্ডিনেশন : 22°12’53.5″N 89°14’20.7″E
৫। হাজীগঞ্জ দূর্গ
ছবি তোলার স্থান : হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ।
ছবি তোলার তারিখ : ০৮/০৭/২০১১ ইং
পথের হদিস : ঢাকা থেকে বাসে বা ট্রেনে চলে আসুন নারায়ণগঞ্জ। বাস বা ট্রেন স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে আসুন হাজীগঞ্জ কেল্লা।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°38’00.5″N 90°30’46.1″E
৬। সোনাকান্দা দূর্গ
ছবি তোলার স্থান : বন্দর, নারায়ণগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/১২/২০১৭ ইং
পথের হদিস : ঢাকা থেকে বাসে বা ট্রেনে চলে আসুন নারায়ণগঞ্জ। বাস বা ট্রেন স্টেশন থেকে হেঁটে চলে আসুন খেয়া ঘাট। খেয়া নৌকায় শীতলক্ষ্যা পার হয়ে রিক্সা নিয়ে চলে যান সোনাকান্দা দূর্গে।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°36’25.0″N 90°30’43.5″E
৭। ইদ্রাকপুর দূর্গ
ছবি তোলার স্থান : মুক্তারপুর, মুন্সীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৯/১২/২০১৭ইং
পথের হদিস : ঢাকা থেকে বাসে চলে আসুন মুন্সীগঞ্জের মুক্তারপুর। মুক্তারপুর থেকে রিক্সা বা অটোরিক্সায় ইদ্রাকপুরের কেল্লা যাওয়া যায়।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°32’50.4″N 90°32’02.6″E
৮। শিকার ও শিকারি
ছবি তোলার স্থান : কটকা, সুন্দরবন।
ছবি তোলার তারিখ : ২২/১১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > খুলনা / মংলা > লঞ্চে করে কটকা।
জিপিএস কোঅর্ডিনেশন : 21°51’14.4″N 89°46’25.5″E
৯। লালন শাহের মাজার
ছবি তোলার স্থান : ছেউড়িয়া, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > ছেউড়িয়া > লালনের আখড়া।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°53’44.7″N 89°09’07.3″E
১০। কুঠিবাড়ি
ছবি তোলার স্থান : কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > শিলাইদহ > কুঠিবাড়ি।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°55’11.3″N 89°13’12.2″E
গেনটিং হাইল্যান্ড, মালয়েশিয়া। অসাধারণ লাগলো ছবিটি। ধন্যবাদ দস্যু ভাই।
মেঘের ভিতর দিয়ে চলে এই ক্যাবলকার।
অসাধারণ লাগল ছবিগুলো——
শুকরিয়া
ভ্রমনের চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রাণবন্ত ছবিগুলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভ্রমণ নিয়ে আপনার পোস্টখানার ছবি দেখে অনেককিিছু জানা হল। অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের পোস্টে আমি চেষ্টাকরি যায়গাগুলির অবস্থান সম্পর্কে সামান্য ধারনা দিতে।
দারুণ
ধন্যবাদ
কী সুন্দর সুন্দর সব জায়গা। বর্ণনাও দেয়া আছে। আহা সব জায়গায় যদি বেড়াতে যেতে পারতাম !! ধন্যবাদ ছবি দা।
শুধু ৩ নং ছাড়া বাকি গুলিতে যেতে তেমন একটা কষ্ট হয় না।