ঋতুর অপেক্ষা

ঋতুর অপেক্ষা

ঐ গায়ে সব ঋতুর ফুল ফুটেছিল-
মৌ মৌ গন্ধে যে নো চারপাশ নবান্ন !
কিন্তু এ গায়ে কিছু না শুধু দাবানল
জ্বলছিল ! যখন যে হেমন্ত ছুঁয়েছিল-
ঠিক তখন ঝরে গেলো কৃষ্ণচূড়া; আর
বসন্ত সেতো ক্ষণ জন্মের লাশ হলো ।

এখনো খুঁজি রোদ বৃষ্টি খরতাপে -ঐ
একটি ঋতু ! তবুও অপেক্ষা প্রহর হবে
নামহীন নতুন ঋতুর, হয় তো কোকিলের
আর্তনাদ- সব অঙ্কুরের মার্জনা পাবে-
এই তো একটি ঋতু- এ গায়ে শুধু অপেক্ষা
করে- কখন নেমে আছে ঋতুর বন্যা।

১৫-০৯-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

14 thoughts on “ঋতুর অপেক্ষা

  1. আপনার নতুন লেখা পড়বো সেই অপেক্ষায় ছিলাম কবিবাবু। হতাশ হতে হলো না; পেয়ে গেলাম। অনেক সুন্দর। :)

    1. জ্বি রিয়া দিদি

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি মুরুব্বী দা

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি শংকর দা

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি তুবা আপু

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি সৌমিত্র দা

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি  ইলহাম দা

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

  2. ঠিক তখন ঝরে গেলো কৃষ্ণচূড়া; আর
    বসন্ত সেতো ক্ষণ জন্মের লাশ হলো ।

     

    * আপনার আরেকটি চমৎকার কবিতা পড়লাম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি হুসাইন দা

      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।