শিরোনামহীন একজোড়া সাদা কেটস্

রক্তভেজা একজোড়া সাদা কেটস্
শুকিয়ে জলরং নকশি আঁকা ভূ-সীমানা,
অচেনা ডোবায় উপুর ভেসে থাকে কেউ
ডুবুরি টেনে তোলে ফ্যাকাশে তার লাশ,
মুখ উঁচিয়ে তাকিয়ে থাকা খোলা চোখ
মরামাছ দৃষ্টি তুলে বলে যায়,
হে মানুষ বলো কী অপরাধ?

ওদিকে দু-দিন হয়ে গেল
আঙিনায় কোনো পাখি আসে না
চঞ্চল ডেকে ওঠে না ডালিমের ডালে
মেহেদির ফুলে ফুলে সাদা হয় আকাশ
গুমট বাতাসে কোনো সুবাস ভাসে না।
দু-একটি কাক শুধু তীব্র ভেসে যায় উত্তর-দক্ষিণ
খুঁজে ফিরে বুঝি শান্তির ঠিকানা।

‘ছেলেটা আজও ফিরে আসেনি,
কোথায় আছে…কেমন আছে কেউ জানে না।’

কত কথা কত গল্প শোনা যায় বাতাসে
কারও চোখে কালো পাজেরোর ছায়া
বুকে এসে ধাক্কা মারে মায়ের মন
সিসি ক্যামেরায় কোনো ছায়া ধরা পড়ে না
কোথায় হারিয়ে গেল সে কেউ কিছু বলে না।

সে আজ দেখ ডোবায় ভেসে ওঠে
কেউ খুবলে নিয়েছে তার চোখ পাণ্ডুর আকাশ
সেই দৃষ্টিতে কোনো স্বপ্ন ছিল একদা ছায়া ভাসমান
আজ অপলক মৃত কোনো কবিতা তাকিয়ে থাকে।

রক্তের দাগে অস্থির দুপুর কেটে যায়
রাস্তার বাতাসে শ্লোগানের মুহুর্মুহু ধ্বনি
কারও পিঠে জমে যায় কালশিটে দাগ
রক্তের আলপনা লিখে রাখে মানুষের ইতিহাস।

আমরা আবার হেঁটে যাই ফুটপাতে রাস্তায়
তড়িঘড়ি বাসে উঠি অফিসের সময়
রক্তছোপের উপর চলে যায় গতিশীল চাকা
জীবনযাপনের শত উপাচার নিয়ে ব্যস্ত থাকা।

কে ফেলে গেল রক্তমাখা সাদা কেটস্ একজোড়া?
কে ভেসে ওঠে ডোবার জলতলা থেকে দুপুরের আলোয়?
আমরা দেখি আমরা ভাসি কথকথায় গল্পগুজব আড্ডা
কি যায় আসে বলো এই দিনকালে খবরের কাহিনি
আমরা বাঁচি নিজেদের নিয়ে নিজেদের কথায়।

শিরোনামহীন একজোড়া সাদা কেটস্ রক্তরেখা
চপেটাঘাতে মুছে দিক মিথ্যে গরবের ইতিহাস।

(১.৮.১৮)

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

14 thoughts on “শিরোনামহীন একজোড়া সাদা কেটস্

  1. ঘুরিয়ে ফিরিয়ে বার কয়েক কবিতার প্রতি লাইন পড়লাম গল্প দা। কাট টু কাট হয়েছে লেখাটি। কয়েকটি জায়গায় আবৃতি উপযোগী। নিন আপনার কবিতা পড়লাম এবার বলুন আপনার গল্প পাই না কেনো। :)

  2. আমিও পোস্টের প্রথম মন্তব্যকারী রিয়া রিয়ার'র সাথে কণ্ঠ মেলাবো। আপনার লিখার নিজস্বতা আপনাকেই ইশারা করে মাহবুব আলী ভাই। কবিতা পড়লাম। ধন্যবাদ। :)

    1. মুরুব্বী ভাই, অন্য কাজে বেশি ব্যস্ত থাকায় সাহিত্যচর্চার কোনো কাজই আসলে হচ্ছে না। দেখি কি করা যায়।

  3. চপেটাঘাতে মুছে দিক মিথ্যে গরবের ইতিহাস। সাহসী কবিতা।

  4. সে আজ দেখ ডোবায় ভেসে ওঠে
    কেউ খুবলে নিয়েছে তার চোখ পাণ্ডুর আকাশ
    সেই দৃষ্টিতে কোনো স্বপ্ন ছিল একদা ছায়া ভাসমান
    আজ অপলক মৃত কোনো কবিতা তাকিয়ে থাকে।

     

    * শুভ কামনা নিরন্তর…

  5. আমরা আবার হেঁটে যাই ফুটপাতে রাস্তায়
    তড়িঘড়ি বাসে উঠি অফিসের সময়—————

মন্তব্য প্রধান বন্ধ আছে।