শংকর দেবনাথ সম্পর্কে
শংকর দেবনাথ
জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪
প্রকাশিত গ্রন্থ -
কবিতার বইঃ
১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম
ছড়ার বইঃ
১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া
গল্পগ্রন্থঃ
১) দুই শালিকের গল্প
২) গাছের জন্মদিন
পিডিএফ ছড়ার বই:
১. ফাটকা কথার টাটকা ছড়া
২. সুজন পাখির কূজন
৩. অথৈ প্রাণের ধারা
৪. ছন্দ মাতে বন্দনাতে
৫. কিম্ভুতকিমাকার
৬. অপ্রচলিত ছড়া
৭. আমার সুকুমার
৮. প্রাণের ঠাকুর
৯. গাছপাগলের পদ্য
১০. ছড়ায় পড়া
১১. শব্দ নিয়ে মজা
১২. ভূত আছে ভূত নেই
১৩) ঠাকুরদাদার বউ
১৪) তাই রে না না
১৫) খুশি মনে পুষি ছড়া
১৬) স্বরবর্ণের ঘর
সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি
ভেল্কি ছড়াপত্র
ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা
পুরষ্কার ও সম্মাননাঃ
১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮
২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯
শংকর দেবনাথ এর সকল পোস্ট দেখুন →
বিল্লি কথন পড়লাম প্রিয় ছড়াকার। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ দাদা



বিল্লি সেল্ফি তোলে। অবাক হবার না। দিনকালের যা অবস্থা ওরাও বদলে গেলে আশ্চর্যের কিছু নাই। প্রণাম দাদা।
ধন্যবাদ দিদি
সুন্দর।
ধন্যবাদ আপামনি
বেশ লিখেছেন প্রিয় কবি!
ফেসবুকঃ এখা্নকার ফেস আসল ফেস নয় আর এই বুক কোনও ভালো বন্ধু নয়!
সেলফিঃ এটা আসলেই অনেকটা সেলফিজ!
বাহ্ দারুণ বললেন তো। ধন্যবাদ।
* চমৎকার প্রকাশ সুপ্রিয়…
ধন্যবাদ

সুন্দর ছন্দেরযাদু
ধন্যবাদ
সময় উপযোগ ছড়া দাদা।

ধন্যবাদ মরুভূমির জলদস্যু দাদা