ফিরে আসে নৈঃশব্দের ভাষা

ফিরে আসে নৈঃশব্দের ভাষা

মেঘাচ্ছন্ন আকাশ দৃষ্টির পারে সাদা বক উড়ে,
বৈরি হাওয়াদের মুক্ত বাতাস- তবুও শেওলা পরা
ইটের কোন আফসোস নেই; অথচ দোয়েল, শালিকদের
প্রেমময় মাঠ তেমনটাই আছে সোনালী! কারণটা বুঝি
ধূলি বালি কাঁদাদের অনেকটা হয়েছে ব্যবধান।

শুধু দৃশ্যের জলে শ্মাশানপুরে ছাইমাখার হাহাকার –
তারপরও চিনা অচিনা পাখিদের ঠোঁট শুকিয়ে পরেছে ;
আর ভিজা কচুরিপানা বলছে! তার কোন অনুভূতি ছিল না-
এমন কি প্রেমও ছিল না! তবে পরিমাটি এই জলমাটির
বুকে সব আঁকড়ে ছিল; সেটাও বুঝলো না –

শুধু পথের বাঁকে ঘাসফড়িংরা ফুর ফুর করে যায়
আর জোনাকির মিটিমিটি রাতের দীর্ঘশ্বাস; তবুও
কোথায় জানি অপেক্ষার সেতুবন্ধন ঈশ্বর রেখেছে-
ফিরে আসবে- ঠিকই বুঝতে পাই- তখন নাকি
মাটির জিহ্বা ঠোঁট নৈঃশব্দের ভাষা হবে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “ফিরে আসে নৈঃশব্দের ভাষা

    1. জ্বি শংকর দা

      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও 

      প্রেরণা দেওয়ার  জন্য

      অসংখ্যা ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি মুরুব্বী দা

      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও 

      প্রেরণা দেওয়ার  জন্য

      অসংখ্যা ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

  1. ফিরে আসে নৈঃশব্দের ভাষা………/কবিতাটিও যেমন সুন্দর তেমনি  নৈঃশব্দের ভাষার ছবিটাও  মানিয়ে গেছে!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ফিরে আসবে- ঠিকই বুঝতে পাই- তখন নাকি
    মাটির জিহ্বা ঠোঁট নৈঃশব্দের ভাষা হবে।

     

    * ভাব ভাষা দু-ই ভালো লেগেছে কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।