বিশ্বাস কর

বিশ্বাস কর!!
আমি চলে যেতে চাই জীবনের ওপারে,
চলে যেতে চাই তোর সীমানার বাহিরে,
প্রতিটা সকাল আসে, মনে হয়
আরো কিছুটা সময়,
যন্ত্রনা দিয়ে তোকে কষ্টে রাখা,
আরো কিছুটা সময়,
তোর সুখের বাগানে তোলপাড়,
আরো কিছুটা সময়,
তোর অপেক্ষার দীর্ঘ যন্ত্রনা।

বিশ্বাস কর!!
সন্ধ্যা নামার ক্ষন থেকে আমার অপেক্ষা
রাত যতো দীর্ঘ হতে হতে যতো গভীরতা,
সব কিছু ছাপিয়ে আমি অপেক্ষায় থাকি
আমি অপেক্ষায় থাকি এক সুন্দর প্রস্থানের,
আমি অপেক্ষায় থাকি তোর থেকে দূরে যাবার,
অনেক দূরে, দূর সেই বহুদুরের যাত্রার।

বিশ্বাস কর!!
আমি জানি, আমার অস্পৃশ্য ছায়া,
তোকে প্রতিদিন,
প্রতিক্ষনে করে দেয় তিক্ত বিরক্ত,
তোর সুন্দর অবসর,
কখনো কোন ক্লান্তিকর অবসাদ,
তোর ভীষন আড্ডায় মেতে উঠার মুহুর্ত,
অথবা কারো ধ্যানে মগ্ন হওয়া আবেগী সময়,
সব কিছু নষ্ট হয়ে যায়, সব কিছু এলোমেলো,
শুধু এক অপাংতেয় আর অসময়ের এক মানুষের
লোভ আর হিংসার ভালোবাসার প্রতিহিংসায়।

বিশ্বাস কর!!
তোকে মুক্তি দিয়ে চলে যাবো অচিরেই,
কোন এক সকালে, ঘুম না ভাঙ্গা সকালে।

7 thoughts on “বিশ্বাস কর

  1. প্রেমের কবিতা। কি জানেন আজকাল প্রেমের কবিতা পড়লে ২৫ বছর পুরোনো নস্টালজিয়ায় পড়ে যেতে হয়। জীবনের কতই না নিবেদন ছিলো। :) সময় দ্রুত হারায়।

  2. বেশ ভালো লাগলো প্রিয় কবি!

    "বিশ্বাস কর!!
    তোকে মুক্তি দিয়ে চলে যাবো অচিরেই,
    কোন এক সকালে, ঘুম না ভাঙ্গা সকালে"

    এর পর?

    কি হবে?

    যাকে মুক্তি দিয়ে চলে গেলেন, কান্নাই হবে তাঁর বাকি জীবনের অবলম্বোন!

     

  3. বিশ্বাস কর!!
    তোকে মুক্তি দিয়ে চলে যাবো অচিরেই,
    কোন এক সকালে, ঘুম না ভাঙ্গা সকালে।

     

    * বিশ্বাসেই মুক্তি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।