পথের সন্ধানে বের হয়ে আমরা কতিপয় যুবক

পথের সন্ধানে বের হয়ে আমরা কতিপয় যুবক

বস্তুত আমরা একটি হারান পথের খোঁজে বেরিয়ে পড়েছিলাম! পথের সন্ধানে হাঁটতে শুরু করে অতঃপর কেউ কেউ ফিরে গেছি ঘরে, কেউ কেউ আবার অগাধ বাণিজ্যের লোভে পড়েছিলাম কিছুকাল! কেউ কেউ কুড়িয়ে নুড়ি বাড়ি ফিরবার উদ্দেশ্যে পা বাড়িয়ে রাতের শেষ ট্রেনটি ধরবো বলে সজোড়ে চালিয়েছিলাম পা! পথের সন্ধানে বের হওয়া আমাদের কেউ কেউ; যারা প্রিয়তমা বধূটির কাছে বলে এসেছিল, দেখো ঠিক পেড়ে আনবই; তাদের কেউ কেউ পথ ভুলে বেমালুম অন্য পথে চলে গিয়েছিল! আমাদের হাঁটতে দেখে মধ্য পথে কালো চশমা আঁটা ভদ্রলোক সাদৃশ্য কেউ এসে থামিয়ে গতি পকেটে গুঁজে দিয়ে কিছু কাগজের নোট, বলেছিল কী লাভ এসবে যুবক! তার চেয়ে চল ওদিকটায় ঘুরে আসি। আমাদের কেউ কেউ দ্বিধাগ্রস্ত পায়ে চশমা পরিহিত ভদ্রলোকটিকে অনুসরণ করতে করতে একটি অন্দরমহলে অপেক্ষারত কিছু শুভ্র তরুণীর আধখোলা পেলব বুকে ঢলে পড়েছিলাম নেশা ঢুলু ঢুলু চোখে!

আমাদের গতি ছিল ক্ষিপ্র! আমাদের বলিষ্ঠ বুকে ছিল ইস্পাত দৃঢ়তা! আমাদের কেউ কেউ হাসতে হাসতে মৃত্যুর কাছে সমর্পিত হয়েছিলাম! অথচ পথের সন্ধানে বের হওয়া আমরা কতিপয় যুবক অবশেষে কেউই আর পথের সন্ধান খুঁজে পাই নি!

16 thoughts on “পথের সন্ধানে বের হয়ে আমরা কতিপয় যুবক

    1. শুভেচ্ছা জানলাম কবি রিয়া রিয়া। :)

  1. অনেকদিন পর আপনার লেখা পেলাম। মাঝে মাঝে বিরতিটুকু বেশ লম্বা হয়ে যায়। :)

    1. একটু পুরোনো লিখা আজাদ ভাই। এখন নিয়মিত আছি। :)

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন ভাই। :)

    1. ধন্যবাদ কবি ইলহাম ভাই। কোথায় আপনি ? :)

  2. পথের সন্ধানে বের হওয়া আমরা কতিপয় যুবক অবশেষে কেউই আর পথের সন্ধান খুঁজে পাই নি! – পথ কি জানে সে কথা- তাকে খোঁজে কতজনে ? 

    1. ভুলে যায় সব। ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাই। :)

  3. অনেক সুন্দর লিখেছেন কবি সুমন আহমেদ। :)

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। :)

  4. চমৎকার একটি লেখা! রোমাঞ্চকর লেখা! খুবই ভালো লাগলো। আপনার লেখা বরাবরই বার্তা সমৃদ্ধ। ঘুমে টুলু টুলু (ঢুলুঢুলু) খিপ্র (ক্ষিপ্র) দুয়েকটা বানান ভুল এসেছে।

    হার্দিক শুভেচ্ছা রইলো।      

    1. ধন্যবাদ কবি অর্ক রায়হান। যথাসম্ভব সম্পাদনা করার চেষ্টা করলাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।