তোমার নগরীতে….

কেউ কি বলেছে তোমায়!
তোমাকে গড়ার নথি’গুলোর প্রথম পাতায়
বেশ কিছু শিল্পের অস্তিত্ব আছে!
তোমার চোখ, তোমার চিবুক, তোমার ঠোঁট,
আর; নগরীর বুক চিরে তোমার সরু নাক
হয়ে উঠেছে নগরীর প্রধান সড়ক!

ওদিকে কিছু নিগ্রো জনপদ
চুলের ছদ্মবেশে বাস করে নগরীতে।
কেউ কি বলেছে তোমায়!
তোমার চোখের চেয়ে প্যারিস গড়তে
কিছু সময় কম লেগেছে।
তোমাকে গড়ার ইতিহাসের খোঁজে
জোনাকির বেশে কিছু দার্শনিক
পথ হারিয়েছে তোমার নগরীতে।

তুমি কি জ্ঞাত আছ!
তোমাকে সৃষ্টি করা হয়েছে;
তোমাকে গড়া হয়েছে ভীষণ এক মায়ায়!
শ্যামলা ইট-পাথর আর
চুন-সুরকির সুষম বন্টনে
গড়ে উঠেছে তোমার নগরী।

নির্মাণ হয়েছে পিপাসা নামক
বিশালাক্ষী এক ফোয়ারার।
পরিব্রাজকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে
নগরীতে অস্তিত্ব দাও,
আমি এক আঁজলা পিপাসা নেব।
দ্রুতপদে হাঁটব বলে
বহুবার আবেদন করেছি নগরীর ফটকে!
কেউ কি বলেছে তোমায়!

মোঃ বোরহান উল ইসলাম সম্পর্কে

আমার আঙ্গুলের ছাপের সাথে আর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। অতএব, সৃষ্টি থেকে ধ্বংস অবধি আমি একটাই। হও পরের লাগি পাহাড়সম হও আপনার লাগি সমতল, তবেই মিলিবে ত্যাগ-তৃপ্তি হবে সার্থক তোমার পদতল। ---- মোঃ বোরহান উল ইসলাম। ৫৭০০.

11 thoughts on “তোমার নগরীতে….

  1. পরিব্রাজকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে
    নগরীতে অস্তিত্ব দাও, আমি এক আঁজলা পিপাসা নেব।।

    সুন্দর কবিতা প্রিয় লেখক মোঃ বোরহান উল ইসলাম। শুভ সকাল।

    1. অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই। শুভকামনা রইল।

  2. 'নগরীর বুক চিরে তোমার সরু নাক হয়ে উঠেছে নগরীর প্রধান সড়ক!' অসাধারণ উপমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। শুভকামনা রইল ভাই।

      1. আপনার জন্যও আমাদের শুভকামনা। রি থ্যাণ্কস। :)

  3. প্রচ্ছদ ছবিতে স্মৃতিকাতর হলাম। রোম অথবা গ্রীক যমানার কথা মনে হলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

    1. একদম ঠিক ধরেছেন ভাই।অনেক অনেক শুভকামনা রইল।

  4. দারুণ রোম্যান্টিক। আপনার লেখা ধীরে ধীরে শব্দনীড়ের পাঠকরা গ্রহণ করছেন। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।শুভকামনা রাখবেন।আপনাদের জন্যও শুভকামনা রইল।

  5. পৌরাণিক হোক আধুনিক হোক কবিতা চিরকাল কবিতা।

    1. ঠিক বলেছেন আপু।কবিতা চিরকাল কবিতা।অনেক ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।