মুহূর্ত
মুখ খুললেও,
মুখের ভেতর থেকে
দেখা যাচ্ছে পেট।
সেখানে শোভা পাচ্ছে মানুষের
একটুকরো কিমা।
##
মাটিকে চুমু খাবে বলে
স্বপ্ন দেখছিল যে বীজ
বুঝে গেছে ফসল ফলাতে
নারাজ রুখা সুখা জমি
নিষ্ঠুর মন, মেঘের জলেও গলে না
চোখের জলের আকুতিতেও
সে কঠিন …
অনবদ্য কবিতা
ধন্যবাদ কবি দা।
নিষ্ঠুর মন, মেঘের জলেও গলে না
চোখের জলের আকুতিতেও
সে কঠিন …
ধন্যবাদ।
নিষ্টুর মন মেঘের জলেও গলেনা,চোখের জলের আকুতিতেও সে কঠিন।
চমৎকার মন্তব্য সাব্বির দা। ধন্যবাদ।
লিখার নির্যাস টুকু হৃদয়ে নিলাম প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। শুভ সকাল।
অনুপ্রাণিত হলাম প্রিয় বন্ধু।
চমৎকার লেখা,,,অনেক ভালো লাগলো,,,
আপনাকে অশেষ ধন্যবাদ সুজন কবি দা।
শেষের অংশে এসে ভীষণ মুগ্ধ হলাম। কবিতাটা একটা ঘাসের ডগা হলে শেষাংশ তার ওপর শিশির বিন্দু!
দারুণ ব্যঞ্জনাময়!
অসাধারণ মন্তব্যের কারণে প্রায়ই আমি আপনার প্রতি কৃতজ্ঞ মিড দা।
পেটের ভিতরে নদীর স্রোত
জোয়ার – ভাটায় জাগায় বোধ
না থাকলে পেটের ক্ষিদে
জীবন কাটতো নিত্য গীতে।—
–
লেখা বেশ ভালো হয়েছে।


মুখ খুললেও,
মুখের ভেতর থেকে
দেখা যাচ্ছে পেট।
সেখানে শোভা পাচ্ছে মানুষের
একটুকরো কিমা।
* চমৎকার দর্শন…
শুভ কামনা সবসময়।
মুহুর্তটি বেশ বিমুর্ত বটে!
মুগ্ধতা রেখে গেলাম অনবদ্য সৃষ্টিতে
নিষ্ঠুর মন, মেঘের জলেও গলে না
চোখের জলের আকুতিতেও
সে কঠিন … চমৎকার ও দুর্দান্ত অণুকাব্য দিদিভাই