পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ৮টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
১২১। সুইডেন Sweden
সিংহ (Lion)
চমরি গাই (Elk)
১২২। তাইওয়ান Taiwan
কালো ভালুক (Formosan Black Bear)
নীল ম্যাগপাই (Formosan Blue Magpie)
১২৩। থাইল্যান্ড Thailand
থাই হাতি (Thai Elephant)
১২৪। টোগো Togo
জলহস্থী (Hippopotamus)
১২৫। তুরস্ক Turkey
ধূসর নেকড়ে (Grey Wolf )
১২৬। ত্রিনিদাদ ও টোবাগো
Scarlet Ibis (বাংলা নাম জানা নেই)
Rufous-vented Chachalaca (বাংলা নাম জানা নেই)
১২৭। উগান্ডা Uganda
Grey Crowned Crane (বাংলা নাম জানা নেই)
১২৮ United Arab Emirates
বাজ পাখি (Peregrine Falcon)
তথ্য ও ছবি : সংগ্রহীত
তথ্যপুর্ণ লেখা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রত্যেকটি ছবি সুন্দর। তথ্যও যথোপযুক্ত হয়েছে ছবি দা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এইটা বেশী দূর্দান্ত দস্যু ভাই। পোস্টের জন্য ধন্যবাদ। জানবো ভালো আছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আগামী পর্বে এই সিরিজ শেষ হবে।
সমৃদ্ধ হলাম ভাই।
স্বাগতম
* অদেখাকে সুযোগ ঘটে আপনার পোস্টে …
আগামী পর্বে এই সিরিজ শেষ হবে।
খনার বচন সিরিজের সাথে সাথে নতুন আরেকটা সিরিজ চাল হবে।
আপনার পোস্টে আসলে মন ভালো হয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার ভাল লাগা জানতে পেরে খুশী হলাম।
অপরিচিত বেশ কিছু পাখি দেখলাম! শুভকামনা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কালো ভাল্লুকের মনে হচ্ছে মন খারাপ !
চমৎকার আয়োজন মিঃ জলদস্যু
যে হারে ওরা বিলুপ্ত হচ্ছে মন খারাপ হওয়ারই কথা।