গাছ কাটে বৃন্দাবনে

গাছ কাটে বৃন্দাবনে

গাছ কেটে বৃন্দাবনে- কি আর হবে ?
বুকের ভিতরে রক্তগড়া বিবেক যদি না থাকে;
ওমন অঙ্কুর পুষে কি আর করবে !
তোর মতোই উড়বি- চরবি সবি;
গাছ কাঁটে- গাছ কাঁটে পাতা ঝরে –
কোন হিংসার ঊষর ঘাটে
জানতে হচ্ছে হয় তাতে কি
আর লাভ- দুই দিনের সংসার পাতে।

দেহ ধ্যানের তত্ত্ব বেজায় রাখলি ব্যস্ত
কি দেখিলাম নিজের গাছটা কাটিতেই ন্যস্ত-
বুঝলাম না সোনার পাখিটা উড়াল দিবি !
হাওয়াই বাতাসে কিংবা ঐ তারার পানে-
বলো না কি ভাবনাতে চেয়ে চেয়ে থাকবি
যদি পাস রে রক্ত মাংসের চিহ্ন দাগ-
আপন গড়ার মূল্য তবে বুঝবি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

13 thoughts on “গাছ কাটে বৃন্দাবনে

  1. যদি পাস রে রক্ত মাংসের চিহ্ন দাগ- আপন গড়ার মূল্য তবে বুঝবি। … এটাই মূল কথা কবি। শুভ সকাল। :)

  2. গাছ কাঁটে বৃন্দাবনে –  কাটে নাকি কাঁটে ? 

     

    কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে 

  3. * সুন্দর একটি কবিতার জন্য অনেক ধন্যবাদ কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. বেশ ভাবার্থ পুর্ন কবিতা! এক বিস্ময় চিত্রকল্প!

    ভালো লিখেছেন প্রিয় আলমগীর ভাই  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।