বিকেলের ছত্রখান রোদ্দুরে

বিকেলের ছত্রখান রোদ্দুরে

সিগারেট ছাড়ার সময় থেকেই
শুরু হবে আমার মৃত্যুর কাউন্টডাউন,

একদিন চড়ুই দশা ঘিরবেই
ধূ ধূ বিকেলের ছিটিয়ে থাকা রোদ।

দীর্ঘ সাপেরা মত্ত হয়েছে শঙ্খলাগায়,
হিসহিস শব্দঝড় কুঁকড়ে দিচ্ছে তাবৎ পুরুষকার।

বিকেলের রোদ্দুর কাটা ছায়াপ্রহর,
পাখিরালয়ে বৃদ্ধ মালীর কাতর চোখে ফাঁকা বাসা।

সিগারেট ছেড়ে শুয়ে আছি দহনকাল অপেক্ষায়,
বাসি মালায় ঢেকে যাওয়া মুখ খুঁজি একান্ত টেনশনে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “বিকেলের ছত্রখান রোদ্দুরে

  1. কাট্ কাট্ শব্দবাক্যের খেলা। গতানুগতিকের বাইরে সামান্য আলাদা কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "সিগারেট ছেড়ে শুয়ে আছি দহনকাল অপেক্ষায়,
    বাসি মালায় ঢেকে যাওয়া মুখ খুঁজি একান্ত টেনশনে।"

    মনে কি রেখে কবি লিখে গেলেন সেটা পাঠককে সব সময় সম্ভবত খুঁজে নিতে হয়না। পাঠক তার মতো করে কিছু একটা খুঁজেন এবং খুঁজতে গিয়ে নানান রঙের বিষয় পান। সেই পাওয়ার আনন্দ অসীম। আপনার লেখায় আমি সেটা পাই।

    দারুণ ব্যঞ্জনাময়!

  3. বিকেলের রোদ্দুর কাটা ছায়াপ্রহর,
    পাখিরালয়ে বৃদ্ধ মালীর কাতর চোখে ফাঁকা বাসা।

     

    * অনেক সুন্দর ও নান্দনিক চিত্রকল্প… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  আমি বেশ কিছু কবিতা পড়েছিলাম যেগুলো একাধিক বার পড়লে প্রতিবার ভিন্ন ভিন্ন চিত্রকল্প ফুটে ওঠে। অবশ্য সেই কবিতা গুলো বিখ্যাত কবিদের!

    কবি সৌমিত্র চক্রবর্তীর বেশ কিছু কবিতায় আমি তেমনটি খুঁজে পাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।