বিকেলের ছত্রখান রোদ্দুরে
সিগারেট ছাড়ার সময় থেকেই
শুরু হবে আমার মৃত্যুর কাউন্টডাউন,
একদিন চড়ুই দশা ঘিরবেই
ধূ ধূ বিকেলের ছিটিয়ে থাকা রোদ।
দীর্ঘ সাপেরা মত্ত হয়েছে শঙ্খলাগায়,
হিসহিস শব্দঝড় কুঁকড়ে দিচ্ছে তাবৎ পুরুষকার।
বিকেলের রোদ্দুর কাটা ছায়াপ্রহর,
পাখিরালয়ে বৃদ্ধ মালীর কাতর চোখে ফাঁকা বাসা।
সিগারেট ছেড়ে শুয়ে আছি দহনকাল অপেক্ষায়,
বাসি মালায় ঢেকে যাওয়া মুখ খুঁজি একান্ত টেনশনে।
কাট্ কাট্ শব্দবাক্যের খেলা। গতানুগতিকের বাইরে সামান্য আলাদা কবিতা।
কখন যে কি অবস্থায় লিখি সেটাই মনে থাকেনা প্রিয় ভাই।
চমৎকার নান্দনিক কাব্য সৌমিত্র চক্রবর্তী
চড়ুই দশা এই ইমেজেরিটা ভালো লেগেছে
বাধিত হলাম কবি জাহিদ ভাই।
"সিগারেট ছেড়ে শুয়ে আছি দহনকাল অপেক্ষায়,
বাসি মালায় ঢেকে যাওয়া মুখ খুঁজি একান্ত টেনশনে।"
মনে কি রেখে কবি লিখে গেলেন সেটা পাঠককে সব সময় সম্ভবত খুঁজে নিতে হয়না। পাঠক তার মতো করে কিছু একটা খুঁজেন এবং খুঁজতে গিয়ে নানান রঙের বিষয় পান। সেই পাওয়ার আনন্দ অসীম। আপনার লেখায় আমি সেটা পাই।
দারুণ ব্যঞ্জনাময়!
আপনার মন্তব্য আশান্বিত হলাম ভাই। ধন্যবাদ ধন্যবাদ।
চমৎকার প্রকাশ কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
খুব ভাল লাগল দাদা
অনেক ধন্যবাদ কবি শংকর দেবনাথ।
বিকেলের রোদ্দুর কাটা ছায়াপ্রহর,
পাখিরালয়ে বৃদ্ধ মালীর কাতর চোখে ফাঁকা বাসা।
* অনেক সুন্দর ও নান্দনিক চিত্রকল্প…


আমি বেশ কিছু কবিতা পড়েছিলাম যেগুলো একাধিক বার পড়লে প্রতিবার ভিন্ন ভিন্ন চিত্রকল্প ফুটে ওঠে। অবশ্য সেই কবিতা গুলো বিখ্যাত কবিদের!
কবি সৌমিত্র চক্রবর্তীর বেশ কিছু কবিতায় আমি তেমনটি খুঁজে পাই।