অমীমাংসিত লেফাফা ২

খেলাঘর ভেঙ্গে গেছে বহুবার তারপরও
বেঁধেছি ঘর, কুড়িয়েছি স্বপ্ন, মেলেছি ডানা দিগন্তের হাতছানিতে;
সমান্তরাল জীবনের বাঁধ ভেঙ্গে হঠাত জেগে ওঠা বেলোয়ারী ঝাড়বাতি
দিনের আলোয় চমক দিতে পারেনি কোন দিন। পুরানো স্মৃতির ধূলো সরিয়ে
সঞ্চিত যা কিছু অর্জন ছুঁয়ে যায় হৃদয় তার সবটুকু কেড়ে নিয়েছে যান্ত্রিক বিবেকবোধ;
তুমি, আমি বা আমাদের মাঝে ধীরে ধীরে দেয়াল তুলে দিচ্ছে মাকড়সার জাল
তাই বন্যদশা থেকে মুক্তির মুক্তা সাগরের গভীরে।

মস্তিস্কে স্নায়ুর চাপ বাড়ে ক্রমশ,
ব্যস্ততাহীন ব্যস্ততা গড়িয়ে চলে ধুলোর স্রোতের মত
তারপর বাতাসে বাতাসে উড়ে যায় দৃষ্টি সীমার বাইরে।
তবু জীবনের ধুলো ভরা বাঁশি খুঁজতে গিয়ে হাতে তুলে নেই
রাতের তারা, জোনাকির জীবদ্দশা, বড়জোর পঞ্চমী চাঁদের আলো।
আমি জানি আমার উড়াল ঘোড়ার পিঠে কোন রাজকন্যা
স্বপ্নতে বসতে চাইতে পারে, তাও ভুল করে,বাস্তবতা বড়ই বেরসিক।

আমার মনের জীর্ণ ঘরে মাথা তুলে দাঁড়াবার জন্য কেউ বাস্তবতা নিয়ে ঘুরে দাঁড়াবে না।
অলস বিকেল গল্প বলার আয়োজনে কেউ বসে থাকবে না আমার জন্য,
আর কেন এমন দন্যদশা, এর উত্তর আমার কাছে অমিমাংসিত কারন
আমিও বুঝেছি নৈর্ব্যক্তিক ভালোবাসার থেকে অনেক বেশী প্রয়োজন নৈবেদ্য পূজার থালায়।

তবু আজো আমি একাকি ভিজে চলি এক ছন্নছাড়া চাঁদের আলোয়,
গলিত জোৎস্না আমাকে দগ্ধ করে, মাকড়সার জালের মায়া বাঁধন
আমাকে ঠেলে নিয়ে যায় সময়ের শেষ প্রান্তে আর
ঘরগেরস্ত চাঞ্চল্যে আজও তুমি বাগান সাজাও নিজ হাতে।

15 thoughts on “অমীমাংসিত লেফাফা ২

  1. খেলাঘর ভেঙ্গে গেছে বহুবার তারপরও
    বেঁধেছি ঘর, কুড়িয়েছি স্বপ্ন, মেলেছি ডানা দিগন্তের হাতছানিতে।

    আজন্মকাল যেন এভাবেই পথ চলে এসেছি প্রিয় মন দা। আপনার তাও চাওয়া আছে আমার নেই। একাকী চলেছি …হোঁচট খেয়ে খেয়ে এগিয়ে চলেছি। আশীর্বাদপ্রার্থী। :(

    1. হোচট খেয়েই হাঁটতে শিখেছে সব মানুষ, যারা হোচট খায়নি তারা সত্যিকার ভাবে চলতে শেখেনি। আমি আশীর্বাদ দেয়ার মত হয়ে উঠতে পারিনি এখনো তবে শুভকামনা অবশ্যই করি। শুভ হোক পথচলা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

       

  2. খেয়ালী ভাই ছালাম জানবেন। অনেকদিন পর পর আপনার দেখা মিলে ধুমকেতুর মত প্রায়। আপনার সব লেখার মধ্যেই একটা জটিল ভাবনার বিষয়ে সুক্ষ কারুকাজ থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভাই ভালোবাসা থাকলো আপনার জন্য। সত্যি আমি লজ্জিত ঠিকমত এখানে আসতে পারিনা বলে, আসলে আমি একটা পাগলা কিসিমের মানুষ কখন কিযে করি তার ঠিক নেই।

      ভালো থাকবেন সব সময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আপনার লিখা গুলোন এতোটাই জীবন ঘেঁষা যে, নিজের থেকে আলাদা করা যায় না।

  4. আপনার কবিতায় জীবনের গল্প থাকে। লেখাটি পড়লাম ভাই। শুভেচ্ছা জানবেন।

  5. "তবু আজো আমি একাকি ভিজে চলি এক ছন্নছাড়া চাঁদের আলোয়,
    গলিত জোৎস্না আমাকে দগ্ধ করে, মাকড়সার জালের মায়া বাঁধন
    আমাকে ঠেলে নিয়ে যায় সময়ের শেষ প্রান্তে আর
    ঘরগেরস্ত চাঞ্চল্যে আজও তুমি বাগান সাজাও নিজ হাতে।"

    –ভীষণ ভালো লেগেছে!

  6. তবু আজো আমি একাকি ভিজে চলি এক ছন্নছাড়া চাঁদের আলোয়,
    গলিত জোৎস্না আমাকে দগ্ধ করে, মাকড়সার জালের মায়া বাঁধন
    আমাকে ঠেলে নিয়ে যায় সময়ের শেষ প্রান্তে …

     

    * বাণীবিন্যাস আর শব্দচয়ন দু-ই অপূর্ব হয়েছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  7.  চমৎকার সৃষ্টি! মুগ্ধ হয়ে পড়ছিলাম কিন্তু শেষে এসে মনে হলো আসলেই অমীমাংসিত এক সমীকরণ!!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।