এসো ঝড়োন্মাদ প্রেয়সী আমার

এসো ঝড়োন্মাদ প্রেয়সী আমার // দা উ দু ল ই স লা ম ।


বিগড়ে যাওয়া পাগলা ঘোড়ার মত
উন্মত্ত হাতীর দলের মত ধরমর করে ছুটছে মেঘ
ভয়ার্ত ঢুকনো গুলো হুমড়ি খেয়ে পড়ছে শাদ্বল মাঠে
গুমরে উঠা হাওয়ার পিঠে উড়ছে জগতের ক্ষুব্ধ বিক্ষুব্ধটা
নির্বোধ যুবকের মতো আমি দাড়িয়ে থাকি নিমগ্ন চিত্তে।
এই পথেই যে তোমার আসার কথা
শঙ্খ-সাদা জ্যোৎস্নার মকুট শিরে এই পথেইতো তোমায় পাবার কথা-

বিদ্যুৎ চমকে কম্পমান বজ্রপাত
কম্পিত অগ্নি,বায়ু,ঈশান
অশঙ্কিত আমি দৃঢ়পায়ে দাড়িয়ে থাকি বৃষ্টিস্নাত
নিভে যাওয়া আলোর প্রদীপ জ্বলাইনি আর
বিশ্বাসের প্রদীপ্ত প্রভায় অনন্ত কাল ধরে আমি চেয়ে থাকি……

শাদ্বল মাঠ ডুবে গেছে বৃষ্টির অবিরাম ঢলে
মেঘের ঘনঘটা কেটে গেছে বৈশাখীর উজ্জ্বল সকালে
তুমি আসোনি হে ঝড়োন্মাদ প্রেয়সী
আসোনি ঘূর্ণি-কায় উথাল পাতাল যৌবনের দুর্নিবারে
জীবনের এই গোঁয়ার্তুমি স্বাদ পরিবর্তনে তোমার আগমন বড্ড দরকারি
বড্ড উন্মাদ হয়ে ডাকছি তোমায়
এসো প্রলয়ঙ্করী ঝড়ের বেগে
এসো হে অধরা মাধুরী- এসো আমার সম্মিলিত আবেগে
রাগে অনুরাগে দুমড়ে মুচড়ে দাও বুকের উপত্যকা
ভালোবেসে না হোক অবজ্ঞা করে হলেও এক বার দাও দেখা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

8 thoughts on “এসো ঝড়োন্মাদ প্রেয়সী আমার

  1. কথা গুলোন এমন টাইট করে বুনন করা হয়েছে যেন আর একটি শব্দও অতিরিক্ত মনে হবে। বিনম্র সম্মান স্যার। আশা করবো ভালো আছেন। :)

  2. মেঘের ঘনঘটা কেটে গেছে বৈশাখীর উজ্জ্বল সকালে
    তুমি আসোনি হে ঝড়োন্মাদ প্রেয়সী
    আসোনি ঘূর্ণি-কায় উথাল পাতাল যৌবনের দুর্নিবারে।

    প্রেয়সীকে আসতেই হবে কবি দা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  3. বিদ্যুৎ চমকে কম্পমান বজ্রপাত
    কম্পিত অগ্নি,বায়ু,ঈশান————

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।