প্রতি নিশিতে তোমার সুকরুণ বেহালার সুরে
খুঁজে পাইনে কোন মাদকতা; কিংবা কোন সার্থকতা।
শীত এলেই তো ঝরে পড়ে যতো শুকনো পাতা
অরণ্যের ক্রন্দন ধ্বনি তো কভু শুনতে পাইনে
বছরান্তে ক্ষয়ে যায় একটি অব্দ তোমার জীবন থেকে
ভেবেছ কি সেটি একটি বারের তরে!
জঠর ছিঁড়ে যে ফল শিরোধার্য হল বৃক্ষে
বোঁটা খসে একদিন পতিত হল ভূতলে
বৃক্ষ তো কখনো পড়েনি কান্নায় ভেঙে।
তোমার কল্পনা বিলাসী ভাবুক মনে–
মাঘের সন্ন্যাসীর রিক্ততা দেখেছ অশ্রু শুন্য বেদনার মাঝে;
বর্ষার অঝোর ধারা বৃষ্টির মাঝে খুঁজেছ প্রিয় জনের বিরহ স্মৃতিতে।
আমি তোমার সেই পথের পথিক নই
অতীত নিয়ে তাই হইনা যন্ত্রণা দগ্ধ; বেহালায় আসেনা করুণ সুর।
আর তুমি! পত্র শূন্যতা আর রিক্ততার প্রতিচ্ছবি গেঁথেছ বুকে,
বাসন্তিতে নব পল্লবে দেখনি অরণ্য ওঠেছে জেগে!
আমি ভাবি যা ঘটে গেলো সে তো প্রকৃতির বিধান
হারিয়েছে, দাও হারাতে; যেতে চায় যথা
সে আমার ছিলোনা; নই আমি ছিলাম তার তরে।
ফসল পাকিলে ঝরে পড়ে, নতুন ফসল জন্মাবে বলে
তার প্রস্থানে; আমার তরী ভিড়বে অন্য কূলে;
আমি জাগতিক, নয় আধ্যাত্মিক নেই আমার ভাবুক মন
লড়ি বাস্তবতার সাথে; কল্পনাকে দূরে ঠেলে।
সুন্দর কবিতা লিখেছেন প্রিয় কবি। শুভ দিন।
* ধন্যবাদ সুপ্রিয় কবি দাদা…
শুভরাত্রি।
জীবন থেমে থাকে না, জীবনের সাথে যতই লড়াই আমাদের। ভাল থাকুন কবি দা।
* ধন্যবাদ প্রিয় কবি দি…
শুভ কামনা নিরন্তর।
শুভসকাল মি. মুহাম্মদ দিলওয়ার হুসাইন। আশা করবো চলমান সব কবিতা গুলো আপনার নতুন প্রকাশনায় থাকবে। এমন মানসম্মত লিখা পাঠকের সংগ্রহে থাক।
* ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী…
আশা করছি নতুন প্রকাশনায় থাকবে। আশির্বাদ কাম্য।
আমি তোমার সেই পথের পথিক নই
অতীত নিয়ে তাই হইনা যন্ত্রণা দগ্ধ; বেহালায় আসেনা করুণ সুর।——–
* ধন্যবাদ কবি দা…
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
কবিতা ভালো লাগলো।
* ধন্যবাদ প্রিয় কবি…
বেশ ভাল লাগল বন্ধু। মনে আছে, আপনার লেখা সেই আগের কবিতার কথা আমি এখনও ভুলিনাই প্রায়ই মনে অনুরণিত হয়।

* জী, সুপ্রিয়…
ভালো থাকুন নিরন্তর।
অসাধারণ লিখেছেন।
* ধন্যবাদ প্রিয় কবি…