বদলে যাওয়া সময়

মাছরাঙাদের জীবনও বদলে গেছে অসময়ে,
দেহ বিচ্ছিন্ন ঝলমলে রঙিন পালকগুলোতে
এখন লেগে আছে রক্তের কালচে দাগ।

সময় দিয়েছে বদলে
ঘাস ফড়িংয়েরও জীবন,
যেভাবে পাল্টে দিয়েছে
নদী -নারী -বন!

সময় বহমান, নদী প্রবাহমান;
বহমান -প্রবাহমানের দোলাচলে
গাংচিল উড়ে যে নদীর বুকে,
সেই নদীও বদলায় পথ
ক্ষুদ্র চরের বাধার কাছে।

ক্ষুব্ধ নদীও ব্যার্থ হৃদয়ে বদলায় পথ,
ভেঙে দিয়ে লোকালয় ;
বদলিয়ে দেয় তোরই মতন
অনুশোচনায় আক্রান্ত হাজার জীবন।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

12 thoughts on “বদলে যাওয়া সময়

  1. সময় দিয়েছে বদলে
    ঘাস ফড়িংয়েরও জীবন,
    যেভাবে পাল্টে দিয়েছে
    নদী -নারী -বন!

     

    * সমান্তরাল চিত্র ভালোই ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আপনার লেখা সমূহ যথেষ্ঠ পরিচ্ছন্ন আর পরিপাটি। অভিনন্দন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. এক জীবন অথবা সহস্র জীবনের সংজ্ঞা আমার কাছে ভীষণ জটিল মনে হয়। মানুষ তার জীবনের একান্ত টানাপোড়েনের মধ্যেও নিজেকে সার্ভাইব করে নেয়। ধন্যবাদ আপনাকে।  

  4. ক্ষুব্ধ নদীও ব্যার্থ হৃদয়ে বদলায় পথ,
    ভেঙে দিয়ে লোকালয় ;
    বদলিয়ে দেয় তোরই মতন
    অনুশোচনায় আক্রান্ত হাজার জীবন।   ভালো  লাগলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।