মাছরাঙাদের জীবনও বদলে গেছে অসময়ে,
দেহ বিচ্ছিন্ন ঝলমলে রঙিন পালকগুলোতে
এখন লেগে আছে রক্তের কালচে দাগ।
সময় দিয়েছে বদলে
ঘাস ফড়িংয়েরও জীবন,
যেভাবে পাল্টে দিয়েছে
নদী -নারী -বন!
সময় বহমান, নদী প্রবাহমান;
বহমান -প্রবাহমানের দোলাচলে
গাংচিল উড়ে যে নদীর বুকে,
সেই নদীও বদলায় পথ
ক্ষুদ্র চরের বাধার কাছে।
ক্ষুব্ধ নদীও ব্যার্থ হৃদয়ে বদলায় পথ,
ভেঙে দিয়ে লোকালয় ;
বদলিয়ে দেয় তোরই মতন
অনুশোচনায় আক্রান্ত হাজার জীবন।
সময় দিয়েছে বদলে
ঘাস ফড়িংয়েরও জীবন,
যেভাবে পাল্টে দিয়েছে
নদী -নারী -বন!
* সমান্তরাল চিত্র ভালোই ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি।
ধন্যবাদ ভাই
আপনার লেখা সমূহ যথেষ্ঠ পরিচ্ছন্ন আর পরিপাটি। অভিনন্দন কবি দা।
অশেষ কৃতজ্ঞতা রইলো দিদি
দারুণ আপনার শব্দ ভাবনা। শুভ সকাল কবি।
শুভেচ্ছা রইলো সৌমিত্র দা
এক জীবন অথবা সহস্র জীবনের সংজ্ঞা আমার কাছে ভীষণ জটিল মনে হয়। মানুষ তার জীবনের একান্ত টানাপোড়েনের মধ্যেও নিজেকে সার্ভাইব করে নেয়। ধন্যবাদ আপনাকে।
অভিযোজিত হবার অসীম ক্ষমতা আছে বলেই মানুষ জীব শ্রেষ্ঠ …
ক্ষুব্ধ নদীও ব্যার্থ হৃদয়ে বদলায় পথ,
ভেঙে দিয়ে লোকালয় ;
বদলিয়ে দেয় তোরই মতন
অনুশোচনায় আক্রান্ত হাজার জীবন। ভালো লাগলো।
শুকরিয়া জাহিদ অনিক ভাই
চমৎকার হয়েছে।
অনেক ধন্যবাদ আপা