চেতন আর অবচেতনের দ্বন্দ্ব

চেতন আর অবচেতনের দ্বন্দ্ব চলে সারাক্ষণ
চিতাসনে ষষ্ঠ ইন্দ্রীয় খুলে দেই যখন—
দেখি, বর নিয়ে এসেছেন কাজী নজরুল কিংবা মধুসূদন
সফেদ পত্র পায় আরও উজ্জ্বলতা; যবে করি গাত্রোত্থান।

চোখে পড়েনা আর কোন বাণীচরণ; নিমিষে হারাই অবচেতনে
কথা বলি সফোক্লিসের রাজা ইডিপাসের সনে
কী নির্মমতা নেমে এসেছিল তার জীবনে
করিন্থ থেকে স্বীয় মাতৃভুমি গ্রিসে ফিরে এলেন, না জেনে অপরাধ সংঘটনে।

কখনো হারাই, নিজেকে ওথেলো ভেবে –
দেসদিমোনার প্রতি কেন এতো নির্মম হলে!
কৃষ্ণকুমারীর রুপই কি যুদ্ধ অনিবার্য করেছিলে
ছুটে চলি নিরন্তর দেশ থেকে দেশে অবচেতনে।

চেতনার জগতে এসে ভাবি যখন এঁকে নিই ভাবনার যত কথা
বিমূর্ত কিছু ছবি ছাড়া, এখন আর কিছুই ধরা পড়েনা!!

8 thoughts on “চেতন আর অবচেতনের দ্বন্দ্ব

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      শুভরাত্রি।

  1. কী নির্মমতা নেমে এসেছিল তার জীবনে
    করিন্থ থেকে স্বীয় মাতৃভুমি গ্রিসে ফিরে এলেন, না জেনে অপরাধ সংঘটনে।

  2. "কখনো হারাই, নিজেকে ওথেলো ভেবে –
    দেসদিমোনার প্রতি কেন এতো নির্মম হলে!
    কৃষ্ণকুমারীর রুপই কি যুদ্ধ অনিবার্য করেছিলে
    ছুটে চলি নিরন্তর দেশ থেকে দেশে অবচেতনে"।

    -দারুণ লিখেছেন। মুগ্ধ !

    1. * সুপ্রিয়, অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      আপনার মন্তব্যে বেশ অনুপ্রাণিত। শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।