যেখানে উড়ে আকাশে
শঙ্খ শকুনের দল,
সেখানে নাহয় দিব ছুঁড়ে
এক মুঠো সফেদ মেঘ ফুল।
.
লিওনিদোভিচ ঘুমিয়ে থাকুক
ভিজুক ওষ্ঠ অগ্নি সরাবে,
ত্রিদিব মোহে ডুবুক পৃথিবী
শব্দান্ধের তাতে কী যায় আসে?
.
চলুক হরণ রাম রাবনে
সীতার তাতে কী দায় আছে,
ভাসুক কলম লোহিত জলে
হতাশা বাড়ে যে মিথ্যা আশ্বাসে।
4 thoughts on “শব্দান্ধ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চলুক হরণ রাম রাবনে
সীতার তাতে কী দায় আছে,
ভাসুক কলম লোহিত জলে
হতাশা বাড়ে যে মিথ্যা আশ্বাসে।
পরিচ্ছন্ন বক্তব্য মি. রোমেল আজিজ।
সুন্দর লাগলো কবিতাটি কবি রোমেল ভাই।
বেশ স্বতন্ত্র ধারায় এই লেখাটি উপস্থাপিত হয়েছে। পছন্দ হলো কবি দা।
বাহ ! কবিতার নামটি ভারী সুন্দর কবি। শব্দান্ধ বাহ !