অভিমান

লিখতে বলেছিলে গান
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখনও বসে আছি নিশি জেগে।।

ফিরায়ে দিয়েছিলে তুমি
হয়নি দেখা সেই দিন
সেই থেকে আজো ভরে আছে মোর বীণ
হৃদয়ে আজো তুমি তো আছ জেগে।।

বাতাস ছিল মৌসুমি
মনে পরে সেই দিন
এসেছিলে তুমি, ফাগুন নিয়ে এসেছিলে সেই দিন
স্বপনে যেন সেই ছোঁয়া আছে লেগে।।

youtube.com/watch?v=Bka8zJetyiQ

5 thoughts on “অভিমান

  1. আমির হোসেন এর কণ্ঠ এবং সুরে গীতিকবিতাটি প্রাণ পেয়েছে। অভিনন্দন বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাতাস ছিল মৌসুমি
    মনে পরে সেই দিন
    এসেছিলে তুমি, ফাগুন নিয়ে এসেছিলে সেই দিন
    স্বপনে যেন সেই ছোঁয়া আছে লেগে।

    সুন্দর হয়েছে গীতিকাব্যটি। প্যাকেজ করে দিয়েছেন দেখছি। পড়তে না পারলে পাঠক শুনুক। :)

  3. * অন্তর ছোঁয়া গানের জন্য অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।