কিছুদিন আগে “ঝুমকো জবা” ফুলের বেশ কিছু ছবি দিয়েছিলাম। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু পঞ্চমুখী বজা ফুলের ছবি।
পঞ্চমুখী জবা
আগেই বলেছি জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটির পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে পঞ্চমুখী জবা।
সাধারন জবা থেকে পঞ্চমুখী জবা দেখতে বেশ আলাদা। কারণ একে দেখে মনে হবে কয়েকটি জবা একসাথে হয়ে আছে, আসলে সেখানে কিন্তু একটি জবাই থাকে।
পঞ্চমুখী বজার মতোই দেখতে আরেকটি জবা রয়েছে যাকে বলাহয় বহুদল জবা। আগামী কোন একদিন বহুদল জবার কিছু ছবিও হাজির করার ইচ্ছে রইলো।
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু পঞ্চমুখী জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের ৮টি ছবি রইলে এই পোষ্টে।
উপরের প্রথম চারটি ছবি তুলেছি টাঙ্গাইলের আতিয়া মসজিদের কাছেই বাবা আদম কাশ্মিরীর মাজার থেকে।
৫ম, ৬ষ্ঠ ও ৭ম ছবিগুলি তুলেছি মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে এবং ৮ম ছবিটি তুলেছি ময়মনসিংহের ইশ্বরগঞ্জরে আঠার বাড়ী জমিদার বাড়ির কাছের একটি শিবমন্দিরের কাছ থেকে।
আগামীতে দেখাবো বহুদল জবা।
আপনি আসলে মুগ্ধ করেই ছাড়বেন এবং ছাড়লেন মরুভূমি ভাই। চমৎকার।
ধন্যবাদ আপনাকে মুগ্ধতা জানানোর জন্য।
জবা'র প্রেমে পড়ে গেলাম ছবি দা। খুব সুন্দর।
জবা আসলে প্রেমে পড়ার মতোই এটা ফুল।
আমার ইচ্ছে আছে একটা জবা ঝোপে কয়েক রকমের জবা গাছ লাগানোর।
আগুনের মতো ছবি এই জবা রাণী। উপহার দেয়ার জন্য শুভেচ্ছা প্রিয় দস্যু ভাই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।