এতো দো’শ্বাস

এতো দো’শ্বাস

ভাবতেও পাড়ি- মরতেও রাজি-
বলো দেখি-দো’শ্বাসে কেমন হবো কাজী;
চাটকথার বাজারে- সবই ফাঁকি !
হাওয়ার গায়ে-মিলে মিশে হও গো খাঁটি।

যখন পেট ভরে নিয়েছিলাম নাভিশ্বাস
দেখলাম না তো স্বজনপ্রীতি কেউ কে আশ
দিলাম শুধু যন্ত্রনায় এক জনাকে;
রঙের দুনিয়া দারি দেখলাম এখন- নাভিশ্বাস
কখন জানি হয়েছে এতটাই পরবাস!

বুঝার বিবেকে পাথর চেপেছে-বলো বাঁচ্চি
কেমনে- দাও গো এনে দো’শ্বাস
নাভির ভিতরে-অনুভূতিতে হলো দীর্ঘশ্বাস।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “এতো দো’শ্বাস

  1. আপনার কবিতার জন্য আপনাকে জানাই সম্মান প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।