আমি থাকবো স্মৃতিতে

আমি থাকবো স্মৃতিতে

আমি চলে যাবো বহুদূরে
সেই গন্তব্যের ঠিকানা নেই জানা,
যেতে হয় সবার বাধ্যতামূলক
গেলে আর কেউ ফিরে আসে না।

আমিও আর আসবো না ফিরে
যেদিন চলে যাবো চিরতরে,
অনেকেই কাঁদবে আমাকে ঘিরে
তারপর নিয়ে যাবে নদীর তীরে।

গায়ে মাখবে সরিষার তৈল
করাবে স্নান, পড়াবে সাদা কাপড়,
কপালে দিবে তিলকের ফোঁটা
খড়ি দিয়ে সাজাবে আমার বাসর।

চারিদিক ছিটাবে গোলাপ চন্দন
ঢেলে দিবে ঘৃতমিশ্রিত মধু,
জ্বালিয়ে দিবে বাসর, ছিটাবে ধূপ
পুরোহিত মন্ত্রপাঠ করবে শুধু।

বাসর আমার পুড়ে হবে ছাই
আমি মিশে যাবো মাটিতে,
কিছুই থাকবে না আমার অস্তিত্ব
শুধু থাকবো আমি কিছু স্মৃতিতে।

______________
০৩/০৯/২০১৮ইং

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “আমি থাকবো স্মৃতিতে

  1. সঙ্গত কারণে মনটা আর্দ্র হলো নিতাই দা। একটি কথাই বলবো সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন। ভালো থাকার চেষ্টা করে যান। আমাদের শুভকামনা আপনার সাথে। :(

    1. আমি এখন এক যন্ত্র মানব। যন্ত্র ছাড়া এক শব্দহীন আর শ্রবণশক্তিহীন প্রতিবন্ধী। সবার আশীর্বাদ কামনা করি।

    1. আমি আজ একমাস যাবত এক শ্রবণশক্তিহীন মানুষ। সবার আশীর্বাদ কামনা করি। আমার দুটি কানই একরকম বন্ধ হয়ে গেছে। 

  2. বাসর আমার পুড়ে হবে চাই
    আমি মিসে যাবো মাটিতে,
    কিছুই থাকবে না আমার অস্তিত্ব
    শুধু থাকবো আমি কিছু স্মৃতিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    ভালো লিখেছেন কিছু বানান ভুুল আছে হয়তো টাইপের কারনে হয়েছে দেখে নেবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কানের সমস্যায় ভুগছি দাদা। তাই সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সকলের আশীর্বাদ প্রার্থী ।

  3. লেখাটি পড়ে মন বিষণ্ন হলো দাদা ভাই। জীবন যে এমনই।

    1. নিজের মন থেকেই লিখেছি। হয়তো পরপারে যাবার সময় হয়ে যাচ্ছে তাই। সকলের আশীর্বাদ প্রার্থী ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।