পোস্ট মর্টেম

পোস্ট মর্টেম

এখন পোস্ট মর্টেমে আছি
এভাবেই কিছু কাল থাকতে চাই
পুরুষানুক্রমিক এই কাজে সিদ্ধ
কারো মৃত্যুর আগে কিংবা পরে
যতক্ষণ না একটা অর্ধমৃত শুকুন এসে
সবটা উদরস্থ করে।

#
যে টার্গেট হয় পোস্টমর্টেমে
তার শরীরের সব জায়গায় হাত চালাই
হেটেরো অথবা হোমো হব বাছবিচার করি না
শকুনের এমনি নির্দেশ।

#
নিজেদের উপপতি ও উপপত্নীগুলি গুনে নিয়ে
তারপর ভার্চুয়ালে আসি
টার্গেটের নাড়ি নক্ষত্র শুঁকে শুঁকে দেখি
আমাদের জীবনের পরম মোক্ষ আর তৃপ্তি।

#
নির্বাণের আর দেরি নেই
স্বর্গ থেকে মায়ের আত্মা রোজ হাতছানি দেন
শকুন ড্রিবল করে বেরিয়ে যায়
পরের জন্মে পতিতাদের দালালগিরি করার তপস্যায়।

5 thoughts on “পোস্ট মর্টেম

  1. কবিতায় অনুভবের দারুণ ব্যবচ্ছেদ ঘটিয়েছেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. খুব সিরিয়াসলি লিখেছেন দিদি ভাই। কঠিন এই বাস্তবতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।