Joba_ (37)

ফুলের নাম : রক্ত জবা

কিছুদিন আগে থেকে “ঝুমকো জবা”, “পঞ্চমুখী জবা”, “বহুদল জবা”, “সাদা জবা”“লঙ্কা জবা” ফুলের বেশ কিছু ছবি দেখিয়েছি আপনাদের। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু “রক্ত জবা” ফুলের ছবি।

রক্ত জবা
আপনারা জানেন জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্ত জবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, সাদা জবা ইত্যাদি। এদের মধ্যে রক্ত জবা ফুলটিই খুব বেশী দেখা যায়। এই হিন্দুদের নানান পূজায় ব্যবহার করতে দেখা যায় সবচেয়ে বেশী।

বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু রক্ত জবা ফুলের ছবি তুলেছি আমি।
তাদের কিছু ছবি এই পোস্টে দেখতে পাচ্ছেন।
আশা করি দেখতে খারাপ লাগবে না।

জবার ইংরেজি নাম : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি।
জবার বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis

ভারতীয় উপমহাদেশে জবা ফুল বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত, যেমন
বাংলায় : জবা
তামিলে : সেম্বারুথি
হিন্দিতে : জবা কুসুম
মালয়লমে : সেম্পারাত্তি

ইত্যাদি।

জবা পর্ব এইখানেই আপাততো শেষ হলো।

10 thoughts on “ফুলের নাম : রক্ত জবা

  1. আপনার প্রতিটি সিরিজ ফটোগ্রাফি অসম্ভব দারুণ। এই পর্বটিও বেশ জমে উঠেছিলো। ঝকঝকে ফটোগ্রাফ পাঠকদের যথেষ্ঠ আপ্লুত করেছে। আশা করবো নতুন বিষয়ের নতুন কিছু আপনার হাত হয়ে আসবে। অশেষ শুভকামনা প্রিয় দস্যু ভাই। শুভ সকাল। :)

    1. সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় মুরব্বী ভাই।
      নতুন নয় বরং পুরনো ভ্রমণ একটা সিরিজ চালু করার ইচ্ছে আছে।

  2. অসাধারণ ছবি দা। ঈশ্বর কি অপরূপ করে ফুল তৈরী করেছেন। :)

    1. হে, ঘ্রাণ নেই, তবুও রূপ দিয়ে ভুলিয়ে রাখে।

  3. অসাধারন এই জবা আপনার পোস্টকে অসাধারণ রঙীন করে তুলেছে মরুভূমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জবা সিরিজ আপাততো শেষ। আরো ৩/৪টি পর্ব আসবে, তবে কিছু দিন পরে।

  4. * আবার দেখা হয়ে গেলো চির পরিচিত ফুলগুলো… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. ওয়াও! আপনার ফুলবিষয়ক পোস্টগুলো মনে রাখারমত। এই রক্তজবা ফুল আমার মেয়ের বাড়িতে আছে। এগুলো হিন্দু ধর্মাবলম্বীদের সকল পূজার্চনার কাজে লাগে। বিশেষ করে কালীপূজায়।

    আপনার জন্য শুভকামনা সারাক্ষণ ।সাথে এক সাগর ভালোবাসাও থাকল।

    1. আমার ছাদে চরটি জবার চারা আছে। একটি পঞ্চমুখী, একটি ঝুমকা, একটি ক্রিম কালারের বহুদল, আরেকটি হাইব্রীড ছোট চমৎকার ফুল হয়। সেটিতে এখনো ফুল ফোটেনি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।